Loading...
The Financial Express

বাড়িতে গ্যাস সংযোগ না পেয়ে স্বাধীনতা ও একুশে পদক বিক্রির হুমকি দিলেন নির্মলেন্দু গুণ

| Updated: October 26, 2022 15:47:51


বাড়িতে গ্যাস সংযোগ না পেয়ে স্বাধীনতা ও একুশে পদক বিক্রির হুমকি দিলেন নির্মলেন্দু গুণ

রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক ও একুশে পদক বিক্রি করে দেওয়ার হুমকি দিলেন কবি নির্মলেন্দু গুণ। ঢাকায় নিজের বাড়িতে পাইপলাইনে গ্যাস সংযোগ না পাওয়ার ক্ষোভ থেকে তার এই হুমকি।

নির্মলেন্দু গুণ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে লেখেন, “আমি ঢাকার কামরাঙ্গীরচরে একটি ত্রিতল বাড়ি বানিয়েছি ২০১৬ সালে। বিদ্যুত-সংযোগ পেলেও আজ পর্যন্ত (অক্টোবর ২০২২) আমি বারবার চেষ্টা করেও গ্যাস-সংযোগ পাইনি। ফলে খোলা বাজার থেকে চড়া মূল্যে আমাকে তরল গ্যাস কিনতে হয়।”

সরকারকে এক মাস সময় দেওয়ার কথা জানিয়ে তিনি লিখেছেন, “এই ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বেচে দেওয়ার কথা ভাবছি। সরকারকে এক মাস সময় দেয়া হল।

রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত হিসেবে ‘বাড়তি সুবিধা চেয়েএই কবি লিখেছেন, “স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুত সংযোগ দেয়া হোক। রেল এবং বিমানের টিকিটও তাঁদের জন্য সংরক্ষিত থাকলে ভালো হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রাপকদের এরকম সামান্য বাড়তি সুবিধা তো দেয়া যেতেই পারে।

নির্মলেন্দু গুণ সম্প্রতি তার একটি বাড়ি লিখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে ফেসবুকে লিখেছিলেন। তা নিয়ে ব্যাপক আলোচনা শুরুর পর তিনি বলেন যে সেটি ছিল রসিকতা।

পদক বেচার হুমকি দিয়ে পোস্ট দেওয়ার পর যোগাযোগ করা হলে নির্মলেন্দু গুণ বলেন, “রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান পাওয়ার পরও আমার বাড়িতে গ্যাস সংযোগ নাই। আমি তো রাষ্ট্রের কাছ থেকে এই সুবিধা পেতেই পারি। বিনামূল্যে তো এসব সুবিধা চাইছি না।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রাষ্ট্রীয় পুরস্কারের সঙ্গে পুরস্কারপ্রাপ্তদের নাগরিক সুবিধাও বাড়ানোর পক্ষে মত দিয়ে তিনি বলেন, “এটা কি বেশি চাওয়া?”

কবির পোস্টের নিচে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই শতাধিক মন্তব্য জমা পড়েছে। সেখানে কেউ কেউ পুরস্কার কেনার আগ্রহ দেখিয়েছেন, কারও তীর্যক মন্তব্যও এসেছে।

একজন মন্তব্য করেছেন, “সরকারের দৃষ্টি পড়ুক জ্ঞানের মর্যাদার যোগ্য সম্মান করা হোক। জাতি জানুক জ্ঞানীরা সম্মান পায় তাতে জ্ঞানের চর্চা বাড়বে। রাজা বাদশা কেউ রবেনা জ্ঞান চিরকাল রবে।আপনার কষ্টের সমবেদনা জানাই দাদা ভাই।

এই মন্তব্যের প্রতিউত্তরে নির্মলেন্দু গুণ লেখেন, “আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনার ভালো হোক।

আবার একজন লিখেছেন, “উনি খালি আলটিমেটাম দিয়ে সুবিধা খোঁজেন। কয়দিন পর গেয়াতি-গোষ্ঠীর কোটা চাইবেন চাকরিতে।

ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় কবি লিখেছেন, “আপনি আমার মনের কথা বুঝলেন কেমনে? আপনি তো মহাজ্ঞানী মহাজন! ঠিক বলেছেন। গ্যাসটা পেয়ে নেই-- তারপর আপনি যা বললেন, ঐ প্রজেক্ট নিয়ে নামবো। আপনার সমর্থন চাই। কেননা আপনি হলেন অন্তর্যামী।

আরেকজন মন্তব্যের ঘরে লেখেন, “স্বর্ণপদক দুটোর মূল্য কত? দামেদরে হলে আমি কিনতে ইচ্ছুক।

 জানতে হবে। এখনও জানি না,” প্রতিউত্তরে লিখেছেন নির্মলেন্দু গুণ।

১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি ৩৫ গ্রাম ওজনের একুশে পদক দেয় সরকার। আর স্বাধীনতা পুরস্কারে পদকে থাকে ৫০ গ্রাম সোনা। দুটি ক্ষেত্রেই আলাদা অর্থ ও সনদ পেয়ে থাকেন পদকপ্রাপ্তরা।

নির্মলেন্দু গুণ ২০০০ সালে একুশে পদকে ভূষিত হন। দীর্ঘ দিনেও স্বাধীনতা পুরস্কার না পাওয়ায় খেদ প্রকাশ করে ফেইসবুকে লিখেছিলেন তিনি। এরপর ২০১৬ সালে তাকে স্বাধীনতা পুরস্কার দেয় সরকার।

গ্যাস সংযোগ দেওয়ার সুযোগ নেই: তিতাস

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বলছে, সরকারি সিদ্ধান্তে আবাসিক ও বাণিজ্যিকভাবে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ আছে। এখন কেউই সংযোগ পাবে না।

নির্মলেন্দু গুণের স্ট্যাটাসের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ্ মঙ্গলবার বলেন, “এখন কেউ কোনোভাবেই গ্যাস সংযোগ পাবে না। যতই চেষ্টা করুন না কেন। সরকারি সিদ্ধান্তে গ্যাস সংযোগ দেওয়া স্থায়ীভাবে বন্ধ আছে।

তিনি জানান, ২০১৬ সাল থেকে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রেখেছে সরকার। এর মধ্যে বিশেষ বিবেচনায় কিছু সংযোগ দেওয়া হলেও ২০২০ সাল থেকে স্থায়ীভাবে বন্ধ আছে। ২০২০ সাল থেকে বাণিজ্যিকভাবেও কাউকে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না।

অন্য এক প্রশ্নে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সংযোগ দেওয়া বন্ধ থাকায় সিলিন্ডারের মাধ্যমেই প্রয়োজন মেটাতে হবে। সেই ব্যবস্থা ব্যক্তিগতভাবে কিংবা কোনো ভবনের জন্য সম্মিলিতভাবে ব্যবস্থা করা যেতে পারে।

বর্তমানে গৃহস্থালিতে পাইপলাইনে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে এক চুলার জন্য প্রতিমাসে বিল ৯৯০ টাকা, দুই চুলার বিল ১ হাজার ৮০ টাকা।

আর ঢাকায় চার জনের একটি পরিবারের প্রতি মাসে এলপিজি সিলিন্ডার গ্যাসের জন্য ২ হাজার টাকা্র মতো ব্যয় হয়। 

Share if you like

Filter By Topic