বাসের ধাক্কায় স্লাব পড়ে পা বিচ্ছিন্ন হল কলেজছাত্রের


এফই অনলাইন ডেস্ক | Published: October 31, 2022 12:44:15 | Updated: October 31, 2022 19:10:32


আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তানভীর।

ঢাকায় বাসের ধাক্কায় সড়কের পাশে রাখা স্লাব পড়ে পথচারী এক কলেজছাত্রের পা বিচ্ছিন্ন হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসিবি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

তানভীর নামের ১৯ বছর বয়সী ওই তরুণ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক জানান, গুরুতর আহত ওই শিক্ষার্থীর বাসা সেখানেই। সন্ধ্যায় বাসা থেকে হাঁটতে বেরিয়েছিলেন তিনি।

“এ সময় অছিম পরিবহনের একটি বাস রাস্তার পাশে রাখা স্লাবে ধাক্কা দিলে কয়েকটি স্লাব তানভীরের ডান পায়ের ওপর পড়ে। সেখানেই তার পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে ডান পাটি বিচ্ছিন্ন করে ফেলতে হয়।”

তানভীরকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারীকে ধরতে পারেনি পুলিশ।

দুর্ঘটনাস্থল এলাকায় ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। দুর্ঘটনার পর স্থানীয়রা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন বলে পুলিশ জানায়।

ফেইসবুকের বিভিন্ন গ্রুপে আহত তানভীরের ছবি শেয়ার করে এ ঘটনার বিচার দাবি করেছে তার বন্ধুরা।

Share if you like