বান্দরবানে জঙ্গিদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি


এফই অনলাইন ডেস্ক | Published: February 07, 2023 12:36:30


ফাইল ছবি

বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় জঙ্গি ও পাহাড়ি সশস্ত্র সংগঠনের সঙ্গে মঙ্গলবার à¦­à§‹à¦° থেকে গোলাগুলি চলার কথা জানিয়েছে র‌্যাব। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শেখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেছেন, সেখানে আসলে কী ঘটছে, সে বিষয়ে পরে তারা আরও বিস্তারিত জানাবেন।

এর আগে গত ২৩ জানুয়ারি নতুন জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শীর্ষ পর্যায়ের দুই নেতাকে গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তারের খবর জানায় র‌্যাব। সেদিনও রোহিঙ্গা ক্যাম্পের বাইরে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়েছিল। 

নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসারের সঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ বা বম পার্টির সম্পৃক্ততার খবর গত অক্টোবরে জানিয়েছিল র‌্যাব। এরপর থেকে ধারাবাহিকভাবে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছে এই এলিট বাহিনী। 

Share if you like