বাংলাদেশ থেকে কত ভিডিও সরানো হয়েছে, জানালো ইউটিউব


FE Team | Published: December 01, 2022 21:56:24 | Updated: December 02, 2022 16:02:12


বাংলাদেশ থেকে কত ভিডিও সরানো হয়েছে, জানালো ইউটিউব

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রতিদিন গড়ে ১২২৮টি বাংলাদেশি ভিডিও মুছে দিয়েছে গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।

সম্প্রতি বছরের তৃতীয় প্রান্তিকে ইউটিউব থেকে মুছে দেওয়া ভিডিওগুলোর মধ্যে কোনোটি কোন অঞ্চল বা কোন দেশের ছিল, সে তথ্য তালিকা আকারে প্রকাশ করেছে গুগল। সে তালিকায় আট নম্বরে আছে বাংলাদেশ।

তিন মাসে মোট ১ লাখ ১২ হাজার ৯৩০টি বাংলাদেশি ভিডিও মুছে দিয়েছে গুগল মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মটি।

গুগলের স্বচ্ছতা প্রতিবেদনের অংশ হিসেবে প্রকাশিত ওই তালিকার শীর্ষে আছে প্রতিবেশি দেশ ভারত। সেখানে তিন মাসে ১৭ লাখ ৭ হাজার ২০৪টি ভারতীয় ভিডিও মুছে দিয়েছে ইউটিউব। আর, বিশ্বব্যাপী মোট ৫৬ লাখ ৩ হাজার ৭৯৪টি ভিডিও মুছেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

স্বচ্ছতা প্রতিবেদনে গুগল বলেছে, ভিডিওগুলো মুছে দেওয়ার প্রাথমিক কারণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন। ভিডিও আপলোডের সময় আপলোডকারীর আইপি ঠিকানার ভিত্তিতে কোন ভিডিও কোন অঞ্চলের ছিল, সেটি নির্ধারণ করেছে গুগল।

মুছে দেওয়া ভিডিওগুলোর অঞ্চল বা দেশের হিসাবে শীর্ষ পাঁচে ভারত ছাড়াও যথাক্রমে আরও আছে ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া।

ওয়েব জায়ান্টের স্বচ্ছতা প্রতিবেদন বলছে, বছরের তৃতীয় প্রান্তিকে ইউটিউব থেকে মোট ৫৮ লাখ ২০ হাজার ৯৭৮টি চ্যানেল বন্ধ করে দিয়েছে গুগল। চ্যানেল বন্ধ হওয়ায় মুছে গেছে ওই চ্যানেলে থাকা ভিডিওগুলোও।

বন্ধ করে দেওয়া চ্যানেলগুলোতে প্রায় ২১ কোটি ভিডিও ছিল বলে উঠে এসেছে গুগলের স্বচ্ছতা প্রতিবেদনে। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like