Loading...
The Financial Express

বর্ষবরণের ফানুস বিদ্যুতের তারে, মেট্রোরেল বন্ধ

| Updated: January 01, 2023 18:54:51


অনেক স্থানে উপর থেকে বারান্দা ঘেঁষে এমন বিপদজনকভাবে ফানুস নিচে পড়তে দেখা গেছে। অনেক স্থানে উপর থেকে বারান্দা ঘেঁষে এমন বিপদজনকভাবে ফানুস নিচে পড়তে দেখা গেছে।

‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন করতে গিয়ে মধ্যরাতে ওড়ানো ফানুস বৈদ্যুতিক তারের ওপর পড়ায় দুর্ঘটনা এড়াতে বছরের প্রথম দিনই মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এন সিদ্দিক রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

তিনি বলেন, “গতরাতে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারে এসে পড়েছে। ডিএমপি থেকে বারবার ফানুস ওড়াতে নিষেধ করার পরও কেউ তা শোনেনি। এখন দুর্ঘটনা রোধে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হল। তারের ওপর থেকে ফানুস অপসারণের কাজ চলছে। যতক্ষণ প্রয়োজন ট্রেন বন্ধ থাকবে।”

খ্রিস্টীয় বর্ষবরণকে কেন্দ্র করে গত কয়েকবছর ধরেই বাজি-পটকা এবং ফানুসের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে প্রতিবছরের মত এবারও নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে নতুন বছরের প্রথম প্রহরে ঢাকা কেঁপে উঠেছে বাজি-পটকার শব্দে। আকাশে ভেসেছে অসংখ্য ফানুস।

সেই জ্বলন্ত ফানুস নিচে পড়ে অগ্নিকাণ্ডেরও খবর দিয়েছে ফায়ার সার্ভিস। কয়েকটি জায়গায় ফানুস পড়ে বিদ্যুতের তারও পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের কাছে নবাবপুর রোডের কাপ্তানবাজার, লালবাগ ও সদরঘাট হকার্স মার্কেটে ফানুস পড়ে আগুনের খবর এসেছে।

এর মধ্যে সদরঘাট হকার্স মার্কেটে ফানুস থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বিদ্যুতের তার পুড়ে যায়। লালবাগেও অগ্নিকাণ্ড ঘটে বিদ্যুতের তারে ফানুস পড়ে। এছাড়া আদাবরেও বিদ্যুতের তারে ফানুস পড়ার খবর পাওয়া যায়। তার পুড়ে যাওয়ায় লালবাগ ও আদাবরের কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

Share if you like

Filter By Topic