বর্ষবরণে বাজি-পটকার শব্দ নিয়ে ৯৯৯ এ ৩৬৫ অভিযোগ


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: January 02, 2023 08:56:30 | Updated: January 02, 2023 17:23:35


বর্ষবরণে বাজি-পটকার শব্দ নিয়ে ৯৯৯ এ ৩৬৫ অভিযোগ

খ্রিস্টীয় নতুন বছর বরণের উদযাপনে আতশবাজি ও পটকার শব্দে অতিষ্ঠ হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৬৫ জন নাগরিক সহায়তা চেয়ে ফোন করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ। এর মধ্যে শুধু ঢাকা মহানগর থেকে কল এসেছে ১৬০টি।

৯৯৯ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর থেকে আসা কলের ক্ষেত্রে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেবা দিয়েছে।

জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, শনিবার রাত ১২টার পর সারাদেশ থেকে শব্দদূষণ নিয়ে এসব কল আসে ৯৯৯ নম্বরে। এর মধ্যে ঢাকা মহানগরের কলগুলোতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শব্দদূষণ বন্ধের উদ্যোগ নিয়েছে। 

রোববার প্রথম প্রহরে বিধিনিষেধ এড়িয়েই রাজধানীজুড়ে বাসাবাড়ির ছাদ, অলিগলি ও পাড়া মহল্লা থেকে ওড়ানো হয় নানা আকারের ফানুস। এরসঙ্গে আতশবাজি পোড়ানো ও পটকার শব্দে নতুন বছরকে স্বাগত জানান নগরবাসী।

বর্ষবরণে ওড়ানো ফানুস অনেক জায়গায় বিদ্যুতের তারে পড়ে আগুন ধরে যায়। মেট্রোলাইনের তারে ফানুস পড়ায় রোববার সকালে দুই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এন ছিদ্দিক রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতরাতে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারে এসে পড়েছে। ডিএমপি থেকে বারবার ফানুস ওড়াতে নিষেধ করার পরও কেউ তা শোনেনি। দুর্ঘটনা রোধে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হল।

“সকাল থেকে তারের ওপর থেকে ফানুস অপসারণের কাজ চলে। ১০টার পর ট্রেন চলাচাল শুরু করা গেছে।।”

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের কাছে নবাবপুর রোডের কাপ্তানবাজার, লালবাগ ও সদরঘাট হকার্স মার্কেটে ফানুস পড়ে আগুনের খবর এসেছে।

এর মধ্যে সদরঘাট হকার্স মার্কেটে ফানুস থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বিদ্যুতের তার পুড়ে যায়। লালবাগেও অগ্নিকাণ্ড ঘটে বিদ্যুতের তারে ফানুস পড়ে। এছাড়া আদাবরেও বিদ্যুতের তারে ফানুস পড়ার খবর পাওয়া যায়। তার পুড়ে যাওয়ায় লালবাগ ও আদাবরের কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

Share if you like