বর্তমান গভর্নরের স্বাক্ষরে বাজারে আসছে ৫০ টাকা মূল্যমানের নোট


FE Team | Published: January 04, 2023 20:55:17 | Updated: January 05, 2023 17:36:10


বর্তমান গভর্নরের স্বাক্ষরে বাজারে আসছে ৫০ টাকা মূল্যমানের নোট

বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষরের ৫০ টাকা মূল্যমানের নোট বাজারে আসছে, বাজারে থাকা ৫০ টাকা মানের নোটের ডিজাইনে তার স্বাক্ষর যুক্ত করে নতুন নোট ছাড়া হবে।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী ৮ জানুয়ারি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নতুন এই নোট ছাড়া হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নতুন নোটের পাশাপাশি পুরানো নোটও বৈধ হিসেবে বাজারে চালু থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, “নতুন মুদ্রিত নোটের রঙ, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে।

আগের গভর্নরের মেয়াদ শেষ হওয়ার পর গত বছরের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেন আব্দুর রউফ তালুকদার।

Share if you like