রাজধানীর বঙ্গবাজারের সামনের সড়কে রিকশারোহী এক শিক্ষানবিশ নার্সের কান ছিঁড়ে দুল নিয়ে গেছে ছিনতাইকারীরা।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে ভিড়ে ঠাসা সড়কে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মেয়েটি কানের কিছু অংশ ছিড়ে গেছে, তাকে নাক কান গলা বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রীতিরানী দাস নামের ২০ বছর বয়সী ওই শিক্ষানবিশ নার্সকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান তার বাবা বলাই চন্দ্র দাস।
তিনি জানান, প্রীতি সাতক্ষীরার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে ডিপ্লোমা শেষে ৬ মাসের ইন্টার্ন করার সুযোগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে । কয়েকজন সহপাঠী মিলে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে বাসা নিয়েছেন তারা।
মঙ্গলবার বাবার সঙ্গে ওই বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীরা টান দিয়ে কানের চার আনা স্বর্ণের দুল নিয়ে যায়। তাতে তার কান ছিঁড়ে যায় বলে জানান বলাই চন্দ্র দাস।