এবারের অমর একুশে বই মেলায় এসেছে আশির দশকের স্বনামধন্য শিক্ষক প্রফেসর মো. যোবদুল হকের ‘শিক্ষকতায় সাড়ে তিন দশক: আমার চ্যালেঞ্জ’ ও তাঁর মেয়ে কৃষিবিদ সৈয়দা বদরুন নেসার ‘ইচ্ছেগুলো উড়ে যায়’ বই দুটি। খবর প্রেস রিলিজ হতে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মেলার সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে বই দুটি উন্মুক্ত করা হয়েছে।
মোড়ক উন্মোচন করেন প্রফেসর যোবদুল হকের সহধর্মিণী ও কবি সৈয়দা বদরুন নেসার মা বেগম আরজুমান্দ হক ও লেখকের প্রাক্তন ছাত্র বিশ্বব্যাংকের সিনিয়র শিক্ষা উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব ড. মাহমুদ উল হক, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনোয়ার হোসেন চৌধুরী এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব গোপাল চন্দ্র দাশ।
অতিথি ছিলেন বাংলা একাডেমির সচিব (যুগ্ম সচিব) এএইচএম লোকমান (হাসনাত লোকমান)।
উপস্থিত ছিলেন বলাকা প্রকাশনের স্বত্বাধিকারী কবি ও সাংবাদিক শরীফা বুলবুল। আরও ছিলেন প্রফেসর যোবদুল হকের প্রাক্তন ছাত্র বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের এইচএসসি-১৯৯১ ব্যাচের ড. নূর হোসেন, গোলাম মাহবুব, আশেকুল ইসলাম, নিয়ন মতিয়ুল, এস এম রায়হান হেলাল তুহিন প্রমুখ। ছিলেন কবি বদরুন নেসার কৃষিবিদ বন্ধু ও সহপাঠীরাও।
বইটির মূল্যায়নে আলোচকরা বলেন, আশির দশকে শিক্ষাপ্রতিষ্ঠানে নকল প্রবণতা আর রাজনৈতিক সন্ত্রাস প্রতিরোধে কঠোর সাহসী ভূমিকা রেখেছিলেন প্রফেসর যোবদুল হক। তাঁর কর্মজীবন আর নৈতিকতা অনুসরণীয়। বইটিতে তার সাড়ে তিন দশকের শিক্ষকতা জীবনের নানা চড়াই-উৎরাইসহ অবিশ্বাস্য সব অভিজ্ঞতা তুলে ধরেছেন।
বই দুটি প্রকাশ করেছে বলাকা প্রকাশন। প্রচ্ছদ শিল্পী মোস্তাফিজ কারিগর। ‘শিক্ষকতায় সাড়ে তিন দশক: আমার চ্যালেঞ্জ’ বইটির দাম ৪৫০ টাকা ও ‘ইচ্ছেগুলো উড়ে যায়’ বইয়ের দাম ২০০ টাকা। পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে বলাকা প্রকাশনের ৩৯৮ নম্বর স্টলে।