Loading...

বইমেলা গেট প্রাঙ্গণ পরিচ্ছন্ন করলেন কোয়ান্টামের ১৫০ স্বেচ্ছাসেবী

| Updated: February 20, 2023 21:19:45


বইমেলা গেট প্রাঙ্গণ পরিচ্ছন্ন করলেন কোয়ান্টামের ১৫০ স্বেচ্ছাসেবী

ভাষা শহিদদের স্মরণে অমর একুশে বইমেলা গেট প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম করলেন স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের দেড় শত স্বেচ্ছাসেবী।

রবিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত টিএসসি মোড়ের সামনের প্রবেশ গেট ও গেটের সামনের প্রাঙ্গণ থেকে দুই শতাধিক বস্তা শুকনো পাতা, পলিথিন, চিপেসর প্যাকেট, টিস্যু, টুকরো কাপড়সহ নানাবিধ আবর্জনা পরিষ্কার করেন স্বেচ্ছাকর্মীরা।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, গৃহিনীসহ নানা পেশার নানা বয়সী নারী-পুরুষ স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশ নেন।

সকাল ৭টায় সারিবদ্ধভাবে কেউ ঝাড়ু, কেউ বেলচা কেউবা বালতিসহ নেমে পড়েন পরিচ্ছন্নতা অভিযানে। বালতি, বস্তাসহ আবর্জনা পরিষ্কারের যাবতীয় সরঞ্জামাদি ছিল ফাউন্ডেশনের নিজস্ব ব্যবস্থাপনায়।

প্রাঙ্গণটি কয়েকটি ভাগে ভাগ করে মাত্র দু ঘণ্টার মধ্যেই পরিচ্ছন্নতা সম্পন্ন হয়। পরে জমানো আবর্জনা নিজেরাই যথাস্থানে ডাম্পিং করেন স্বেচ্ছাসেবীরা।

এর আগেও বিভিন্ন সময়ে হাইকোর্ট প্রাঙ্গণ, স্টেডিয়াম, আন্তর্জাতিক মার্তৃভাষা ইন্সটিটিউট, স্কুল, মসজিদসহ বিভিন্ন স্থাপনায় পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করে কোয়ান্টামের স্বেচ্ছাসেবীরা। কোয়ান্টামের স্বেচ্ছাসেবীরা মনে করেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি মহৎ কাজ। এর মাধ্যমে দেশপ্রেম জাগ্রতের পাশাপাশি অহমসহ মনের ময়লা দূর করার অনুভূতি লাভ করা যায়। ভিন্ন এক ভালো লাগা কাজ করে।

প্রসঙ্গত, কোয়ান্টাম ফাউন্ডেশন সম্পূর্ণ স্ব-উদ্যোগ, স্ব-অর্থায়নে গত ৩০ বছর ধরে সৃষ্টির সেবায় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে চলেছে। রক্তদান, দাফন, অসহায় শিশুর শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণ সেবাসহ নানাবিধ মানবকল্যাণে নিবেদিত রয়েছেন এ সংগঠনের হাজারো স্বেচ্ছাসেবী।

Share if you like

Filter By Topic