ফ্রান্সের লিওঁ শহরে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১০


এফই অনলাইন ডেস্ক   | Published: December 16, 2022 16:17:50 | Updated: December 16, 2022 23:17:52


ফ্রান্সের লিওঁ শহরে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১০

ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর লিওঁর একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ভোররাত ৩টার দিকে নগরীর ভুঁ-ওঁ-ভিলা এলাকার ওই ভবনে আগুন লাগে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেগাল্দ দাগমানা জানিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমকে উদ্ধারকারী কর্তৃপক্ষগুলো জানিয়েছে, সাততলা ভবনটির গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগার পর তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে, এতে আরও চারজন গুরুতর আহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে ভবনটির উপর দিয়ে একটি ঘন কালো ধোঁয়ার মেঘ দেখা যাচ্ছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ বলেছেন, “চিৎকারের শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। আমরা ওই লোকদের সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু ধোঁয়া খুব ঘন ছিল। আমি মৃত এক নারীকে দেখেছি।”

রিদা নামে আরেকজন বলেছেন, “আমি আমার সন্তানকে স্কুলে যেতে বারণ করেছি। ওই ধরনের চিৎকারের শব্দ শুনে সে বেশ ভয় পেয়েছে... আমার পা এখনও কাঁপছে।”

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী দাগমানা। যে ৫ শিশুর মৃত্যু হয়েছে, তাদের সবার বয়স ৩ থেকে ১৫ বছরের মধ্যে।

এ ঘটনা নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

দাগমানা বলেন, প্রায় ১৮০ জন দমকলকর্মী ঘটনাস্থলে আছেন এবং তিনিও সেখানে যাচ্ছেন।

ঘটনাস্থলের চারপাশে একটি নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়েছে বলে রোন এলাকার কর্তৃপক্ষ জানিয়েছে।

Share if you like