Loading...
The Financial Express

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

| Updated: October 10, 2022 17:05:33


ছবি কেসিএনএ/রয়টার্স থেকে নেওয়া ছবি কেসিএনএ/রয়টার্স থেকে নেওয়া

একের পর ক্ষেপণাস্ত্র মেরে যুক্তরাষ্ট্র ও এর এশীয় মিত্র দক্ষিণ কোরিয়া আর জাপানের উদ্বেগ বাড়ানো উত্তর কোরিয়া ফের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

রোববার ভোরের আগে এ দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশগুলোর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ছবি কেসিএনএ/রয়টার্স থেকে নেওয়া

এ নিয়ে অল্প ক’দিনের ব্যবধানেই সপ্তম দফা ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং।

সিউলের কর্মকর্তারা বলছেন, ঘন ঘন এই ক্ষেপণাস্ত্র ছোড়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোরও ইঙ্গিত হতে পারে। ২০১৭ সালের পর উত্তর কোরিয়া আর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি।

কয়েক মাস ধরে তাদের উৎক্ষেপণ কেন্দ্রে পারমাণবিক পরীক্ষার প্রস্তুতিও দেখা যাচ্ছে।

রোববার ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রই ১০০ কিলোমিটার উঁচু পর্যন্ত উঠেছিল, এবং এগুলো সাড়ে তিনশ কিলোমিটার পথ পাড়ি দেয় বলে সাংবাদিকদের জানিয়েছেন জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো।

প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় রাত ১টা ৪৭ মিনিটের দিকে, পরেরটা তার ৬ মিনিট পর।

দুটি ক্ষেপণাস্ত্রই জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে; কর্তৃপক্ষ এখন ক্ষেপণাস্ত্রগুলোর ধরন কি হতে পারে, এগুলো ডুবোজাহাজ থেকে ছোড়া ব্যালিস্টিক কিনা তা খতিয়ে দেখছে, বলেছেন ইনো।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তারা মিত্র ও অংশীদারদের সঙ্গে নিবিড় আলোচনা চালাচ্ছে।

উত্তর কোরিয়ার সাম্প্রতিক এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মার্কিন সেনা বা এর মিত্রদের জন্য হুমকি সৃষ্টি করছে না বলেও মূল্যায়নে বলছে তারা।

“জাপান ও কোরিয়া প্রজাতন্ত্রের (দক্ষিণ কোরিয়া) প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এখনও অটুট,” বিবৃতিতে বলেছে হাওয়াইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড।

রোববার মারা ক্ষেপাণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের মানচিওন এলাকা থেকে ছোড়া হয়েছে, যাকে ‘গুরুতর উসকানি’ অ্যাখ্যা দিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার উত্তর কোরিয়া একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল, যা ৫ বছরের মধ্যে প্রথমবার জাপানের উপর দিয়ে উড়ে যায়। এ সময় জাপানের কর্তৃপক্ষকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে সতর্কবার্তাও দিতে হয়েছিল।

বারবার উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না, বলেছেন ইনো।

জাতিসংঘের নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা চালানো উত্তর কোরিয়া শনিবার বলেছে, যুক্তরাষ্ট্রের দিক থেকে আসা সরাসরি সামরিক হুমকির পাল্টায় আত্মরক্ষার জন্য তাদেরকে এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে হচ্ছে।

আর এসব পরীক্ষা প্রতিবেশীদের নিরাপত্তার জন্য হুমকিও নয়, বলছে তারা।

Share if you like

Filter By Topic