ফেনীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক


FE Team | Published: October 11, 2022 12:37:24 | Updated: October 11, 2022 19:21:24


ফেনীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

ফেনীতে দুই হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান শরীফ জানান, সদর উপজেলার লালপোল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বিকালে ওই রোহিঙ্গা যুবককে আটক করেন তারা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আটক মো. শহীদ (১৯) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের খালেদ হোসেনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে লালপোল এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে তল্লাাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় শহীদকে আটক করে তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগে তল্লাশি করা হয়। পরে ওই ব্যাগে থাকা দশটি প্যাকেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই গোপাল কৃষ্ণ দাস জানান, ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share if you like