অদ্ভূত এক ঘটনা ঘটল হাল সিটি ও বার্মিংহাম সিটির ম্যাচে। ২০ মিনিট খেলা বন্ধ থাকার কারণ অন্য কিছু নয়, গোল পোস্টের মাপ নিয়ে সমস্যা। পোস্টের উচ্চতা ছিল নির্ধারিত মাপের চেয়ে দুই ইঞ্চি বেশি!
এমকেএম স্টেডিয়ামে গত রোববার চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচ শুরুর আগে রেফারি লেই ডৌটি পরখ করতে গিয়েছিলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তা করতে গিয়ে তার চোখে পড়ে পোস্টের উচ্চতা অনেক বেশি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
অগত্য পোস্ট দুই ইঞ্চি কেটে নতুন করে বসানো হয়। এমন অদ্ভূতুড়ে কাণ্ডের ম্যাচে বার্মিংহাম জেতে ২-০ গোলে।
এমন ঘটনা সচরাচর না ঘটলেও ফুটবলে খুব একটা বিরলও নয়। সম্প্রতি উয়েফা উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের বাছাইয়ে আর্সেনাল ও আয়াক্সের ম্যাচে একই ঘটনা ঘটেছিল।
ওই ম্যাচ শুরুর আগে ওয়ার্ম-আপের সময় আর্সেনাল কোচ জোনাল এডিভালের চোখে পড়ে আয়াক্সের ক্রসবার নির্ধারিত উচ্চতায় নেই, প্রায় চার ইঞ্চি নিচুতে আছে!
ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগেও গোলপোস্ট নিয়ে পূর্বে অদ্ভুতুড়ে কাণ্ড ঘটেছে। ১৯৯৭-৯৮ মৌসুমের আসরে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার সেমি-ফাইনালের প্রথম লেগের খেলা ৭০ মিনিট বন্ধ ছিল মাদ্রিদের অতি উৎসাহী সমর্থকরা মাঠের বেড়ার উপর উঠে পড়ায়। তাদের চাপে সেটি ভেঙেও পড়েছিল। ওই বেড়ার একটি তার পোস্টের সঙ্গে সংযুক্ত ছিল, ফলে ডর্টমুন্ডের অফিসিয়ালদের পোস্ট পুনরায় প্রতিস্থাপন করতে হয়েছিল।