বিএনপির সমাবেশে জনসমাগম স্বতস্ফূর্ত বলে দলটির নেতারা বলে এলেও এর পেছনে অর্থযোগ রয়েছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “ফখরুল এখন চাঙা হয়ে গেছে। টাকা পাচ্ছে তো। দুবাই থেকে টাকা আসতেছে। ফখরুল শুয়ে আছে টাকার বস্তার উপর। টাকারে টাকা! দুবাইয়ের টাকা। এই তো এল টাকা। ফখরুল মহাখুশি। টাকা পাইলেই বিএনপি খুশি। টাকা উড়ে আকাশে, বাতাসে। টাকা উড়ে পাড়ায়-মহল্লায়।”
শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে মেলা মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে একথা বলেন তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
দুবাই থেকে কীভাবে অর্থ আসছে, সে বিষয়ে সরকার খোঁজ রাখছে বলেও জানান মন্ত্রী ওবায়দুল কাদের।
“আমরা খবর নিচ্ছি, কারা পাঠায়। খোঁজ পেয়েছি। ব্যবস্থা হবে।”
রংপুরে শনিবার বিএনপির সমাবেশের সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের সমাবেশে বেশি মানুষ হচ্ছে বলেও দাবি করেন তিনি।
কাদের বলেন, “রংপুরে রঙ্গের নাটক। তিন দিন আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রংপুরে এনে সব শোয়াইয়া রাখছে। মঞ্চের সামনে শুয়ে আছে। মঞ্চের উপরে শুয়ে আছে। রংপুরে কত কইবেন? ৫০/৬০ হাজার?
“আওয়ামী লীগের ঢাকা জেলার সম্মেলনে কত লোক হয়েছে খবর নেন। রংপুরের ছবিও দেখুন, আমাদেরটাও দেখুন। এখানে তো শেখ হাসিনা নাই। পলোগ্রাউন্ডে দেখাব। সেখানে ১০ লাখ লোকের সমাগম হবে। আপনারা ১০ লাখ মুখে বলবেন, আমরা বাস্তবে দেখাব।”
“খেলা হবে। আন্দোলনে খেলা হবে। নির্বাচনে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে,” বলেন তিনি।
বিএনপি ক্ষমতায় গেলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে উঠবে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
“তারা যদি ক্ষমতায় যেতে পারে, দেশ শুদ্ধ গিলে ফেলবে। সাবধান! বড় লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান। আমরা বলি, বিএনপি থেকে সাবধান!”
তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে যাবে বলে মন্তব্য করেন কাদের।
“নির্বাচনে যাবেন না? যাবেন। গাধা পানি ঘোলা করে খায়। সময় আসলে দেখা যাবে।”