প্রাথমিকেই শিশুদের কোডিং শেখানোর ভাবনা শিক্ষামন্ত্রীর


এফই অনলাইন ডেস্ক | Published: October 13, 2022 11:21:14 | Updated: October 13, 2022 18:07:35


প্রাথমিকেই শিশুদের কোডিং শেখানোর ভাবনা শিক্ষামন্ত্রীর

কম্পিউটার প্রোগ্রামিং শেখায় শিশুরা কতটা সাড়া দিচ্ছে, তা দেখে প্রাথমিকের পাঠ্যক্রমেই কোডিংয়ের কলাকৌশল যুক্ত করার পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বুধবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তার নির্বাচনী এলাকার তিনটি প্রতিষ্ঠানে ইতোমধ্যে এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।

“তৃতীয় শ্রেণির বাচ্চাদের থেকে কোডিংয়ের বই শুরু হয়ে গেছে। এখন থেকে বাচ্চারা খেলতে খেলতে শিখবে। রোবোটিক্সের উপরে, আইওটির উপরে বাচ্চারা শিখবে।

"সেটা আসলেই কত ভালো কাজ করবে, তা বুঝতে আমি আমার এলাকার তিনটি প্রতিষ্ঠান দিয়ে পাইলটিং শুরু করেছি। সেটা শেষ হোক, তারপর দেখে-বুঝে পরিকল্পনা গ্রহণ করব।"

সচিবালয়ে এই অনুষ্ঠানে ইরাবের 'চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশের উচ্চশিক্ষা' শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে ইরাবের সভাপতি মীর মোহাম্মদ জসীমের সভাপতিত্বে অন্যদের মধ্যে সংগঠনের উপদেষ্টা সাব্বির নেওয়াজ, নিজামুল হক, শরীফুল আলম সুমন, সাধারণ সম্পাদক ফারুক হোসাইন, সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মাসউদুল হক উপস্থিত ছিলেন।

 

Share if you like