প্রধানমন্ত্রিত্বে ‘ফেরার আশায়’ বরিস জনসন


এফই অনলাইন ডেস্ক | Published: October 21, 2022 13:38:32 | Updated: October 22, 2022 13:31:18


সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ১০নং ডাউনিং স্ট্রিটের ক্ষমতায় ফিরে আসার পরিকল্পনা করছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে মাত্র ৪৫ দিনের মধ্যে লিজ ট্রাস পদত্যাগ করার পর জনসন তার উত্তরসূরি হওয়ার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছে তারা। 

বৃহস্পতিবার টাইমস অব লন্ডন ও অন্য গণমাধ্যমগুলো জানিয়েছে, ব্রিটিশ কনজারভেটিভ পার্টির (টোরি) বেশ কয়েকজন আইনপ্রণেতা জনসনেরই প্রধানমন্ত্রী পদে ফিরে আসা উচিত বলে ইতোমধ্যে মত প্রকাশ করেছেন।

ছুটিতে ডমিনিকান রিপাবলিকে থাকা জনসন লন্ডনে ফিরে ‘রাজনৈতিক ডামাডোলে ফের প্রবেশ’ করবেন কিনা তা বিবেচনা করছেন বলে অজ্ঞাত কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে টাইমস।

জনসন শনিবার লন্ডনে ফিরে আসবেন বলে টেলিগ্রাফ সংবাদপত্রের এক সাংবাদিক বৃহস্পতিবার জানিয়েছেন।

টোরিরা আগামী সপ্তাহের মধ্যেই দলের নেতা নির্বাচনের পরিকল্পনা করেছে। জুলাইতে প্রধানমন্ত্রীর পদ থেকে জনসন পদত্যাগ করার পর নতুন নেতা নির্বাচনে দুই মাস সময় নিলেও যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলটি এবার দ্রুত ওই প্রক্রিয়া শেষ করতে চায়।

বিরোধী লেবার পার্টি অবিলম্বে সাধারণ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে। কিন্তু হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা থাকায় কনজারভেটিভ পার্টি পরবর্তী সাধারণ নির্বাচনকে ২০২৫ সালের জানুয়ারী পর্যন্ত বিলম্বিত করাতে পারবে। ২০১৯ সালে ব্রিটেনে শেষ সাধারণ নির্বাচন হয়, ওই সময় জনসন ক্ষমতায় এসেছিলেন।

আগামী সোমবারের মধ্যে কনজারভেটিভ পার্টির নতুন নেতা বেছে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যেতে পারে, কারণে পার্লামেন্টের অন্তত ১০০ জন সদস্যের সমর্থন আছে এমন প্রার্থীরাই শুধু নেতৃত্ব প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে নেতৃত্ব প্রতিযোগিতার জন্য দলটি থেকে সর্বোচ্চ তিন জন প্রার্থী হতে পারবেন, কারণ হাউস অব কমন্সে টোরি দলের মোট ৩৫৭ জন এমপি আছেন।

আর যদি সোমবারের মধ্যে মাত্র একজন ওই পরিমাণ সমর্থন যোগাড় করতে পারেন তাহলে তিনি সরাসরি ক্ষমতাসীন দলের নেতা ও পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হবেন।  

জনসন ধারাবাহিক কয়েকটি কেলেঙ্কারির পর চাপের মুখে পদত্যাগ করেছিলেন। তারপরও বিশ্লেষকদের ধারণায় বরিস জনসনই এখন পর্যন্ত রক্ষণশীল দলের সদস্যদের কাছে সবচেয়ে প্রিয় নেতা। আর এ কারণেই কয়েকজন টোরি এমপি এরইমধ্যে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আবারও জনসনকে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বিবিসি।

কিন্তু তার আবার ফিরে আসাটা টোরি এমপিদের জন্য ‘খুবই উদ্বেগজনক’ হতে পারে বলেই মনে করছেন ভোট বিশেষজ্ঞ অধ্যাপক জন কার্টিস।

কারণ, তিনি বলেন, বরিস জনসনের বিরুদ্ধে এখনও পার্লামেন্টারি কমিটির তদন্ত চলছে। প্রধানমন্ত্রী থাকাকালে জনসন ডাউনিং স্ট্রিটে মদপানের পার্টি করা নিয়ে হাউজ অব কমন্সকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করেছিলেন কিনা তা খতিয়ে দেখতেই চলছে এ তদন্ত।

তাই তার প্রধানমন্ত্রীত্বের দৌড়ে সামিল হওয়ার ক্ষেত্রে সবাইকে এ বিষয়টি মাথায় রাখতে হবে বলেই মনে করেন কার্টিস।

বিবিসি জানিয়েছে, নেতৃত্ব প্রতিযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আবার নামবেন কিনা, তার ঘনিষ্ঠজনরা তা নিশ্চিত বা অস্বীকার করেননি।

Share if you like