পেলের অবস্থা স্থিতিশীল


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: December 04, 2022 10:32:11 | Updated: December 04, 2022 17:46:13


পেলের অবস্থা স্থিতিশীল

ফুটবল কিংবদন্তি পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময় শনিবার রাতে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে ৮২ বছর বয়সী পেলের শরীর এবং গত ২৪ ঘন্টায় তার অবস্থার অবনতি হয়নি।

"তিনি এখনও চিকিৎসাধীন এবং স্থিতিশীল অবস্থায় আছেন।”

এদিনই ব্রাজিলের দৈনিক পত্রিকা ‘ফোলহা ডি সাও পাওলো’র প্রতিবেদনে বলা হয়েছিল, অন্ত্রের ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপিতে পেলের শরীর এখন আর সাড়া দিচ্ছে না, তাকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে।

কাতার বিশ্বকাপের ডামাডোলের মধ্যে সারা বিশ্ব পেলেকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। শুভকামনা জানিয়েছেন অনেকে।

একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলেকে গত বুধবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি।

মেডিকেল রিপোর্ট অনুযায়ী, পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসযন্ত্রের সংক্রমণ ধরা পড়ে। এতে স্বাভাবিকভাবে তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল।

গত বুধবার পেলেকে হাসপাতালে নেওয়ার খবর প্রকাশ হওয়ার পর তার মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে জানান, হঠাৎ সিদ্ধান্তে বা গুরুতর কোনো কারণে তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। এটা নিয়মিত চিকিৎসার অংশ।

দুই দিন পর শুক্রবার পেলে নিজেই ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে জানান, তিনি ভালো আছেন। হাসপাতালে তার নিয়মিত চিকিৎসা চলছে।

শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় গত বছরের সেপ্টেম্বরের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছিল পেলেকে। সেখানেই তার বৃহদান্ত্রে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করা হয়। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছিল তার।

Share if you like