Loading...
The Financial Express

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ‘মাদক কারবারি’সহ ৩ জন গ্রেপ্তার


পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ‘মাদক কারবারি’সহ ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া ‘মাদক কারবারি’ হানিফসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানান নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আলী হোসেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হানিফ চট্টগ্রাম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

শনিবার সন্ধ্যায় কালুরঘাট এলাকা থেকে ৫ হাজার ইয়াবাসহ দেলোয়ার ও হানিফ নামে দুই ‘মাদক কারবারিকে’ গ্রেপ্তারের কথা জানিয়েছিল চান্দগাঁও থানা পুলিশ। ওই খবরে গ্রেপ্তারদের সহযোগীরা এবং বেশকিছু হিজড়া জড়ো হয়ে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। আক্রমণকারীরা পুলিশের ওয়্যারলেস সেটসহ দেলোয়ার ও হানিফকে ছিনিয়ে নিয়ে যায় বলে ভাষ্য পুলিশের।

এদিকে সংঘর্ষের সময় গুলিতে আহত নাজমা এক নারী হাসপাতালে মারা যান। ‍পরে জানা যায়, তিনি নাজমা ‘মাদক কারবারি’ হানিফের বড় বোন।

হামলার সেই ঘটনায় পুলিশের পক্ষ থেকে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে দুটি মামলা করা হয়। সেসব মামলায় তিন হিজড়া ও হানিফের ভাই-বোনসহ আটজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার রাতে পুলিশের ওয়্যারলেস সেটটি মৌলভীবাজার এলাকায় রেল লাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

Share if you like

Filter By Topic