পুলিশের আরেক কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে


এফই অনলাইন ডেস্ক   | Published: December 20, 2022 19:26:43 | Updated: December 21, 2022 16:45:35


পুলিশের আরেক কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশের আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 

মঙ্গলবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. মুনির হোসেনকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

সেখানে বলা হয়, সরকারি চাকরির বিধান অনুযায়ী জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসরে দেওয়া হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

এই কর্মকর্তা বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। 

সব মিলিয়ে গেল দুই মাসে বিসিএস পুলিশ ক্যাডারের মোট আট কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। এর মধ্যে দুজন অতিরিক্ত ডিআইজি ও ছয়জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা। 

চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই গত ১৮ অক্টোবর তিন পুলিশ সুপারকে অবসরে পাঠায় সরকার। তারা হলেন- বিসিএস ১২ ব্যাচের কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিয়া এবং ১৫ ব্যাচের কর্মকর্তা মীর্জা আব্দুল্লাহেল বাকী। 

এরপর ৩১ অক্টোবর ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম ও সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। 

পরে ১৬ নভেম্বরে পুলিশ সুপার পদমর্যাদার তৃতীয় এপিবিএনের অধিনায়ক আলী হোসেন ফকির এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) অতিরিক্ত কমান্ড্যান্ট জিল্লুর রহমানকে পাঠানো হয় বাধ্যতামূলক অবসরে।  

পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে গত ৩ নভেম্বর এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, “এটা চলমান প্রক্রিয়া। চাকরির ২৫ বছর হলেই দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি থাকলে সিদ্ধান্ত নেওয়া হয়। এখানেও এরকম ঘাটতি ছিল বলে ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

Share if you like