পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে বাসে আগুন


এফই অনলাইন ডেস্ক | Published: January 20, 2023 20:46:50 | Updated: January 21, 2023 19:55:51


পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে বাসে আগুন

মাদারীপুরের শিবচরের পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে একটি বাসে ‘যান্ত্রিক ত্রুটি’ থেকে অগ্নিকাণ্ড হয়েছে। যাত্রীদের মালামালসহ বাসের ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে; তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার বিকালে পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এক্সপ্রেসওয়েতে ‘বরিশাল এক্সপ্রেস’ নামের বাসে আগুন ধরে। শিবচর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।

শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল বরিশাল এক্সপ্রেস। বিকাল ৩টার দিকে বাসটি মোল্লার বাজারে পৌঁছালে একটি চাকা পাংচার হয় এবং বাস থামিয়ে যাত্রীদের নামানো হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“এরপরই হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

বাসটির যাত্রী অঞ্জনা সরকার বলেন, “বাসের সমস্যা হলে আমরা যাত্রীরা সবাই নেমে রাস্তায় দাঁড়াই। এরপর হঠাৎ করেই বাসে আগুন ধরে যায়। বাসের বক্সে রাখা আমাদের মালামাল, ব্যাগ সবকিছু পুড়ে গেছে।”

ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক আরও জানান, আগুনে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ইঞ্জিনে ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

Share if you like