Loading...
The Financial Express

নেপালে ভূমিকম্পের আঘাত, ঘরবাড়ি ধসে নিহত ৬

| Updated: November 09, 2022 17:07:27


নেপালে ভূমিকম্পের আঘাত, ঘরবাড়ি ধসে নিহত ৬

নেপালে মাঝারি মাত্রার ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়ে অন্তত ৬ জনের মৃত্যুর খবর এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হিমালয় কোলের এ দেশটির পশ্চিমাঞ্চল মঙ্গলবার রাত ২টার দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর-ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে দিপায়ল শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

স্থানীয় পুলিশের কর্মকর্তা ভোলা দত্তের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নেপালের দোতি জেলায় অন্তত আটটি ঘরবাড়ি ভেঙে পড়েছে, ছয়জনের মৃত্যু হয়েছে সেখানে। আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

গভীর রাতের এই ভূকম্পন অনুভূত হয় ভারতের উত্তরাঞ্চল, এমনকি রাজধানী নয়া দিল্লি থেকেও। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের পর আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে নেপালের একই এলাকায় আরও একটি ভূমিকম্প হয়। ইউএসজিএস জানিয়েছে, সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮, উৎপত্তিস্থল ছিল দিপায়লের কাছেই।

Share if you like

Filter By Topic