Loading...
The Financial Express

নিয়ন্ত্রণহীন ট্রাক সড়ক ছেড়ে সবজি বাজারে, নিহত ৪


নিয়ন্ত্রণহীন ট্রাক সড়ক ছেড়ে সবজি বাজারে, নিহত ৪

নরসিংদীর রায়পুরা উপজেলায় নিয়ন্ত্রণহীন ট্রাক মহাসড়কের পশে সবজি বাজারে ঢুকে পড়ে চারজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাহমুদাবাদ সবজি বাজারে এ দুর্ঘটনা ঘটে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হোসেন জানান, মালবাহী ট্রাকটি যাচ্ছিল সিলেটের দিকে। বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তা থেকে নেমে পাশের বাজারে ঢুকে পড়ে।  

নিয়ন্ত্রণহীন ট্রাক সড়ক ছেড়ে সবজি বাজারে, নিহত ৪

এ সময় ট্রাকের নিচে একটি অটোরিকশা চাপা পড়ে। ওই অটোরিকশার দুই যাত্রী এবং একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

তারা হলেন– উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়া ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. সিদ্দিক মিয়া (৬২) এবং বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালাম।

পরে আহত অবস্থায় ঢাকায় পাঠানোর পথে আরও একজনের মৃত্যু হয়, তবে তার নাম জানাতে পারেননি ওসি মোজাম্মেল।

তিনি বলেন, আহত অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় পড়া গাড়ি দুটো জব্দ করা হয়েছে।

Share if you like

Filter By Topic