Loading...
The Financial Express

নারী ফুটবলে আবারও বর্ষসেরা পুতেয়াস

| Updated: October 18, 2022 18:35:21


নারী ফুটবলে আবারও বর্ষসেরা পুতেয়াস

প্রত্যাশিতভাবে নারী ফুটবলের ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার আলেক্সিয়া পুতেয়াস। পুরস্কারটি টানা দুইবার জিতে তিনি গড়েছেন রেকর্ড। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

প্যারিসে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে পুতেয়াসের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর ২০২২ সালের এই পুরস্কার।

২০১৮ সাল থেকে নারী ফুটবলে ব্যালন ডি’অর দেওয়া শুরু হয়। প্রথমবার জেতেন নরওয়ের আদা হেগেরবার্গ, পরের বছর যুক্তরাষ্ট্রের মেগান র‍্যাপিনো। ২০২০ সালে কোভিডের কারণে পুরস্কারটি দেওয়া হয়নি। পরের দুই বছরে জিতলেন পুতেয়াস।

গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া তিনটি শিরোপা জয়ে পুতেয়াসের ছিল বড় অবদান। সব প্রতিযোগিতা মিলিয়ে এই স্প্যানিশ মিডফিল্ডার করেন ৩৪ গোল।

২০২১-২২ মৌসুমে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারলেও ১১ গোল করে আসরের সর্বোচ্চ স্কোরার ছিলেন পুতেয়াস। ঘরোয়া লিগে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল করেন তিনি।

জাতীয় দল স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়। তবে চোটের কারণে খেলতে পারেননি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।

গত অগাস্টে প্রথম ফুটবলার হিসেবে টানা দ্বিতীয়বার নারী ফুটবলে উয়েফার বর্ষসেরার পুরস্কারও জেতেন পুতেয়াস।

Share if you like

Filter By Topic