নারী ক্রেতার ফোন হাতে নিয়ে ছবি ‘হাতিয়ে নিতেন’ ডেলিভারিম্যান


FE Team | Published: February 11, 2023 18:24:12 | Updated: February 12, 2023 19:11:55


নারী ক্রেতার ফোন হাতে নিয়ে ছবি ‘হাতিয়ে নিতেন’ ডেলিভারিম্যান

অনলাইনে পণ্য ডেলিভারির সময় নারীদের মোবাইল ফোনে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও হাতিয়ে নিয়ে ‘ব্ল্যাকমেলের’ অভিযোগে গাজীপুরে এক ডেলিভারিম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, অনলাইনে অর্ডার দেওয়া পণ্য বাড়িতে পৌঁছে দিতে গিয়ে মাত্র এক থেকে দুই মিনিটে গ্রাহকের মোবাইল ফোন থেকে ছবি হাতিয়ে নেন তিনি। এরপর সেটি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করেন।

গ্রেপ্তার মিজানুর রহমান ওরফে আলামিন (২২) জামালপুরের ইসলামপুর উপজেলার চরগাঁওকোড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। সে গাজীপুর নগরীর রথখোলা এলাকায় ভাড়া থেকে একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যানের কাজ করেন।

গাজীপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) রেজওয়ান আহমেদ জানান, ভুক্তভোগী একজন ব্যক্তির অভিযোগের পর প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে নগরীর রথখোলা থেকে ওই ডেলিভারিম্যানকে তারা গ্রেপ্তার করেন।

রেজওয়ান বলেন, “এক ব্যক্তি অভিযোগ করেন যে, তার মেয়ের আপত্তিকর কিছু ছবি একজন ডেলিভারিম্যান বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে টাকা দাবি করছে। টাকা না দিলে ছবি ভাইরাল করার হুমকি প্রদান করে। এতে তার মেয়ে লোক লজ্জার ভয়ে মানুসিকভাবে ভেঙে পড়ে এবং পড়ালেখা বন্ধ করে দিয়ে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে।”

গ্রেপ্তার আসামির ব্যবহৃত মোবাইল ফোনটি যাচাই-বাছাই করে সত্যতা মিলেছে এবং জিজ্ঞাসাবাদেও সে ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

গ্রেপ্তার মিজানুরের বরাতে উপ-পুলিশ কমিশনার আরও বলেন, ই–কর্মাস সাইটে পণ্য অর্ডার করা তরুণীদের টার্গেট করতেন মিজানুর। ডেলিভারির সময় পণ্য পৌঁছে দিতে গিয়ে কৌশলে তাদের মোবাইল ফোন হাতে নিতেন। পরে পণ্য ডেলিভারির জন্য গুগল লোকেশন যুক্ত করে দেওয়ার কথা বলে তিনি তাদের মোবাইলফোনের গুগল ফটো অ্যাপে যেতেন।

এই অ্যাপের শেয়ারিং অপশনে গিয়ে ‘শেয়ার উইথ পার্টনার’ অংশে নিজের ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট যুক্ত করে দিতেন। কাজটি শেষ করতে সময় নিত এক থেকে দুই মিনিট।

পরে সুবিধামতো সময়ে মোবাইলফোনের গুগল ফটোতে ঢুকে ওই নারী ক্রেতার গুগলে থাকা সব ছবি নিজের মোবাইলে ডাউনলোড করে নিতেন। এরপর তরুণী ও নারীদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করেন।

এ ঘটনায় গাজীপুর সদর থানায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।  

Share if you like