নারায়ণগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ পাঁচজনের প্রাণ গেছে।
রোববার সকাল ৯টা ২৫ মিনিটে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢালে শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
নিহতরা হলেন- হানিফ (২৫), মামুন (৩০), নুরুদ্দিন (৪৫), জামাল মিয়া (৪২) ও অজ্ঞাত পুরুষ (৩৩)।
তাদের মধ্যে হানিফ অটোরিকশার চালক এবং বাকিরা যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও যাত্রীরা গুরুতর আহত হন।
“ঘটনার পরপর স্থানীয়রা অটোরিকশার এক যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মুমূর্ষ অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
“তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। তিনজনেরই হাত-পা ও মাথা থেতলে গেছে।”
পরে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় বলে জানান বাচ্চু।
দুর্ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি নবীর জানান।