নরসিংদীর রায়পুরা উপজেলায় দুর্বৃত্তরা গুলি করে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে হত্যা করেছে।
শনিবার বিকালে উপজেলার মির্জার চর ইউনিয়নের শান্তিপুর গ্রামের পথে এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি আজিজুর রহমান জানান।
নিহত মো. জাফর ইকবাল মানিক (৫০) ওই ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আজিজুর রহমান জানান, শনিবার বিকালে জাফর ইকবাল তার ইউনিয়নের একটি গ্রামে সালিশ দরবারে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে।
নরসিংদীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, সঙ্গীরা গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে আছে।”
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি আজিজুর রহমান।
জাফর ইকবাল মানিক মির্জার চর ইউনিয়ন থেকে গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।