Loading...
The Financial Express

নভেম্বরে টিসিবির বিক্রির তালিকায় তেল, চিনি, ডাল

| Updated: November 10, 2022 19:37:20


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ন্যায্যমূল্যে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে চলতি নভেম্বর মাসে।

বৃহস্পতিবার ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে এজিবি কলোনির কাঁচাবাজার এলাকায় এ মাসের বিপণন কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। 

টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর মাসে টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা ১১০ টাকায় বোতলের সয়াবিন তেল কিনতে পারবেন সর্বোচ্চ দুই লিটার। চিনি বিক্রি হবে আগের দরে, অর্থাৎ কেজিতে ৫৫ টাকায়। এছাড়া ৬৫ টাকা কেজি দরে মসুর ডাল বিক্রি করবে সরকারি সংস্থাটি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

৪০৫ টাকায় টিসিবির পণ্যগুলো পেলে একজন ভোক্তা বর্তমান বাজার দর অনুযায়ী অন্তত ২৭০ টাকা সাশ্রয় করতে পারবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। গত মাসে টিসিবি পেঁয়াজ বিক্রি করলেও এবারে এ পণ্যটি বাদ পড়েছে তালিকা থেকে।

সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির এই পণ্য ভর্তুকিতে বিক্রি করা হচ্ছে।

নির্ধারিত ডিলারদের দোকান, নির্ধারিত স্থায়ী স্থাপনা ও জেলা, উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এসব পণ্য বিক্রি করা হবে।

Share if you like

Filter By Topic