২০২২ সালে গেমাররা দারুণ কিছু গেমস পেয়েছিল বছর জুড়ে। যদিও করোনা পরবর্তী বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে উঠতে ডেভেলপার কোম্পানিগুলোর বেশ বেগ পেতে হয়েছে এই সময়ে। যার ফলে অনেক গেমসই প্রত্যাশিত সময়ে বের হতে পারেনি। বারবার প্রকাশের তারিখ পিছিয়েছে বিভিন্ন কারণে। এর মধ্যেও এলডেন রিং, হরাইজন ফরবিডেন ওয়েস্ট, কল অফ ডিউটি: মডার্ণ ওয়ারফেয়ার টু, গড অফ ওয়্যার র্যাগনারক ও স্ট্রে এর মতো গেমস বের হয়েছে ২০২২ সালে।
২০২৩ সালে পিসি, প্লেস্টেশন, এক্স বক্স ও নিনটেন্ডো সুইচে আসতে যাচ্ছে আরো অনেক দারুণ রোমাঞ্চকর সব গেমস। যার মধ্যে কিছু থাকবে একদম নতুন গেম, আর কিছু থাকবে আগের গেমসের নতুন ভার্শন। সবমিলিয়ে নতুন বছরের গেমিং দুনিয়া হতে যাচ্ছে গেমারদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। নতুন বছরের এমন ৫টি গেমস নিয়ে আজ বলবো।
হগওয়ার্টস লেগাসি
হ্যারি পটারের জাদুর দুনিয়ার কথা কে না জানে? আমাদের শৈশব-কৈশোরের প্রিয় সব গল্প, যা পরবর্তীতে সিনেমায় রূপ দেয়া হয়, এখন আসছে গেমিং জগতে। অ্যাকশন আর রোল প্লেয়িং জনরার এই গেম বের হবে ফেব্রুয়ারির ১০ তারিখ। এর ডেভেলপার অ্যাভালাঞ্চ সফটওয়্যার এবং প্রোডাকশন হয়েছে ওয়ার্নার ব্রোস. কোম্পানি থেকে।
গেমসের গল্প ১৮০০ সালের। হ্যারি পটার গল্পের উইজার্ডিং ওয়ার্ল্ড এর কাহিনী নিয়ে সাজানো হয়েছে গেমটি। ফিফথ ইয়ারের একজন ছাত্র বা ছাত্রীর ক্যারেক্টার নিয়ে গেমস খেলা যাবে। প্রথমে পছন্দ মতো হাউজ পছন্দ করে নেয়ার সুযোগ রয়েছে এখানে। বিভিন্ন স্পেল শিখে প্রয়োগ করা, মিশনে যোগ দেয়া, কোয়েস্টে জিতে পয়েন্ট বাড়ানো বা অভিজ্ঞতা লাভ করা ছাড়াও এই ওপেন ওয়ার্ল্ড গেমে ঘুরে বেড়িয়ে আবিষ্কার করা যাবে হগওয়ার্টসের রহস্যে ঘেরা এলাকা। অনেক ধরনের ম্যাজিকাল বিস্টও ব্যবহার করা যাবে পোশ মানিয়ে। সবমিলিয়ে হ্যারি পটার ভক্ত ও গেমারদের জন্য দারুণ এক উপহার হতে যাচ্ছে এই গেম।
স্কাল এন্ড বোনস
মনে আছে জ্যাক স্প্যারোর কথা? উত্তাল ক্যারিবিয়ান সমুদ্রের দুর্ধর্ষ জলদস্যু ক্যাপ্টেন জ্যাক স্প্যারো আর তার ক্রুয়ের বিভিন্ন গল্প নিয়ে সিনেমা আমরা সবাই দেখেছি। স্কাল এন্ড বোনস আদতে পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ান সিনেমার গেমস নয়। বরং এটি এসেছে আরেক জনপ্রিয় গেম অ্যাসাসিনস ক্রিডের অনুপ্রেরণায়। অ্যাসাসিনস ক্রিড: ব্ল্যাক ফ্ল্যাগ এর সাফল্যের পর নির্মাতা ইউবিসফট যখন দেখলো পাইরেটস গেমের প্রতি গেমারদের তুমুল আকর্ষণ, তখন তারা ঘোষণা দেয় স্কাল এন্ড বোনস এর।
অনেকবার পেছানোর পর অবশেষে ৯ মার্চ গেমটি রিলিজের তারিখ ঠিক করা হয়েছে। এই গেমে একজন সাধারণ উদ্দেশ্যহীন নাবিক থেকে জলদস্যু হয়ে ওঠার সুযোগ রয়েছে। ভারত মহাসাগরকে কেন্দ্র করে গেমের কাহিনী আবর্তন করেছে। এখানে নিজের পছন্দমতো জাহাজ কিনে সাগরে জলদস্যুর রোল প্লে করা যাবে। আক্রমণ করে লুট করা যাবে প্রতিপক্ষকে। নিজের দলে ভিড়ানো যাবে ভাড়াটে দস্যু নাবিক। সবমিলিয়ে গেমারদের জন্য অপেক্ষা করছে সমুদ্রে দুর্দান্ত এক অ্যাডভেঞ্চার।
সুইসাইড স্কোয়াড: কিল দ্যা জাস্টিস লীগ
ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি সুপারম্যান বা ব্যাটম্যানের মতো সুপারহিরোদের দেখে। ভিলেনরা সমাজে খারাপ করার চেষ্টা করে আর হিরোরা তাদের দমন করে আমাদের ভালোর জন্য। কিন্তু আমরা কি কখনো ভেবেছি, এই সুপারম্যান বা ব্যাটম্যানই যদি ভিলেন হয়ে যায় তাহলে কেমন হবে?
সুইসাইড স্কোয়াডের নতুন গেমে এমনটাই দেখানো হয়েছে। ব্যাটম্যান আরখাম নাইট গেমস সিরিজের নির্মাতা রকস্টেডি ডেভেলপারদের নতুন গেম এটি। ২৬ মে তে রিলিজ করার ঘোষণা রয়েছে গেমটির। এখানে গেমাররা ডি.সি. কমিকসের সুপার ভিলেন ডেডশট, হার্লি কুইন, কিং শার্ক ও ক্যাপ্টেন বুমেরাং এর চরিত্রে খেলতে পারবে। এই চার ভিলেনের দল টাস্ক ফোর্স এক্সের কাজ হলো সুপারম্যান, ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যান ও ফ্ল্যাশের মতো হিরোদের হত্যা করা। কিন্তু কেন?
কারণ মাইন্ড কন্ট্রোলিং ভিলেন ব্রেইনিয়াক এই হিরোদেরকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পুরো পৃথিবী দখল করার উদ্দেশ্য নিয়ে। মানবতার শেষ চিহ্নটুকু মুছে ফেলার হাত থেকে বাঁচানোর জন্য টাস্ক ফোর্স এক্সের মিশন হবে এই হিরোদেরকে ব্রেইনিয়াকের নিয়ন্ত্রণ থেকে বের করে আনা। গেমাররা চার ভিলেন চরিত্রের যেকোনোটার হয়ে খেলতে পারবে এই গেম।
স্টকার টু: হার্ট অফ চেরনোবিল
ঘোষণা দেয়ার ১৩ বছর পর অবশেষে রিলিজ হতে যাচ্ছে বিখ্যাত গেম স্টকার এর দ্বিতীয় ভার্শন স্টকার টু। এ বছরের ডিসেম্বরে রিলিজ হবে গেমটি। স্টকার টু এর গেমপ্লে হচ্ছে কুখ্যাত চেরনোবিল দূর্ঘটনা পরবর্তী সময়ের কাল্পনিক গল্প নিয়ে। যেখানে রেডিও অ্যাক্টিভ রাসায়নিক বিক্রিয়ার কারণে অ্যালিয়েনরূপী প্রাণীদের অবাধ বিচরণ চলছে। আর চলছে বিভিন্ন প্যারানরমাল ঘটনা।
এটি ফার্স্ট পারসন সাই-ফাই জনরার একটি গেম। গেমাররা এখানে সারভাইভাল মোডে খেলতে পারবে। দুর্গম এলাকায় দুষ্প্রাপ্য সব আইটেম সংগ্রহ করে তাদের বেঁচে থাকতে হবে গেমে। আর লড়াই করতে হবে ভয়ংকর সব মিউট্যান্টের সাথে। এতে মাল্টিপ্লেয়ার মোডও রয়েছে।
এই গেমের নির্মাতা জিএসসি গেম ওয়ার্ল্ড। ইউক্রেনের এই ডেভেলপার কোম্পানি বর্তমানে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গেমসের নির্মাণে বেশ কয়েকবার বাঁধার মুখে পড়েছিল। নির্মাণকাজ মাঝখানে বন্ধ করতে হয়েছে কয়েকবার। কারণ অনেক ডেভেলপারই যুদ্ধে যোগ দিয়েছেন। একজন ডেভেলপারের মৃত্যুও হয়েছে যুদ্ধের ময়দানে। সবমিলিয়ে এই গেম রিলিজের অপেক্ষায় সবাই।
এই গেমের নির্মাতা জিএসসি গেম ওয়ার্ল্ড। ইউক্রেনের এই ডেভেলপার কোম্পানি বর্তমানে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গেমসের নির্মাণে বেশ কয়েকবার বাঁধার মুখে পড়েছিল। নির্মাণকাজ মাঝখানে বন্ধ করতে হয়েছে কয়েকবার। কারণ অনেক ডেভেলপারই যুদ্ধে যোগ দিয়েছেন। একজন ডেভেলপারের মৃত্যুও হয়েছে যুদ্ধের ময়দানে। সবমিলিয়ে এই গেম রিলিজের অপেক্ষায় সবাই।
ফরস্পোকেন
বছরের অন্যতম প্রত্যাশিত গেম ফরস্পোকেন রিলিজ হতে যাচ্ছে ২৪ জানুয়ারি। আগে বেশ কয়েকবার রিলিজের তারিখ পিছালেও এবার নিশ্চিতভাবেই রিলিজ হবে স্কোয়ার ইনিক্স সফটওয়্যার ডেভেলপারের গেম ফরস্পোকেন। এই গেমের প্রতি গেমারদের টান আছে এক অনন্য কারণে। গেমের গল্প লেখক টিমে আছে বিখ্যাত গেমস রোউগ ওয়ান, আনচার্টেড ও শ্যাডো হান্টারের লেখকরা। তাই এসব গেমসের ভক্তদের জন্য ফরস্পোকেন হতে যাচ্ছে আকাঙ্ক্ষিত।
বছরের অন্যতম প্রত্যাশিত গেম ফরস্পোকেন রিলিজ হতে যাচ্ছে ২৪ জানুয়ারি। আগে বেশ কয়েকবার রিলিজের তারিখ পিছালেও এবার নিশ্চিতভাবেই রিলিজ হবে স্কোয়ার ইনিক্স সফটওয়্যার ডেভেলপারের গেম ফরস্পোকেন। এই গেমের প্রতি গেমারদের টান আছে এক অনন্য কারণে। গেমের গল্প লেখক টিমে আছে বিখ্যাত গেমস রোউগ ওয়ান, আনচার্টেড ও শ্যাডো হান্টারের লেখকরা। তাই এসব গেমসের ভক্তদের জন্য ফরস্পোকেন হতে যাচ্ছে আকাঙ্ক্ষিত।
গেমের গল্প নিউইয়র্কের এক সাধারণ মেয়ে ফ্রে কে নিয়ে। যাকে সাধারণ জীবন-যাপন থেকে হঠাৎ করেই অ্যাথিয়া নামক জাদুর শহরে ট্রান্সপোর্ট করা হয়। এ মিথোলজিকাল অঞ্চলে গেমারকে খেলতে হবে ফ্রের চরিত্রে। বেঁচে থাকতে হবে বিভিন্ন আধিভৌতিক বিপদ থেকে। ম্যাজিক স্পেল ও কম্ব্যাট দিয়ে লড়াই করতে হবে শত্রুদের সাথে। সবমিলিয়ে ফরস্পোকেন হতে যাচ্ছে এক দারুণ অ্যাডভেঞ্চার।
ফাইয়াজ আহনাফ সামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
[email protected]