ঢাকার ধানমণ্ডি লেকের ধারে এক মেরিন ইঞ্জিনিয়ারকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
নিহত মো. শাহাদাত হোসেন মজুমদার (৫১) ঢাকার কলাবাগান এলাকায় থাকতেন, তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। পুলিশের ধারণা, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি খুন হয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত আড়াইটার দিকে পুলিশ ধানমণ্ডি লেকের রবীন্দ্র সরোবরের কাছ থেকে শাহাদাতের মৃতদেহ উদ্ধার করে। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন কয়েক মাস আগে জাহাজ থেকে বাসায় আসেন। প্রতিদিন সন্ধ্যার পর তিনি লেকপাড়ে হাঁটাহাঁটি করতেন এবং পরিচিতদের সঙ্গে আড্ডা দিতেন।
উপ কমিশনার শহিদুল্লাহ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। তবে অন্য কিছু আছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে।”
শাহাদাতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।