অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে প্রায় ৪০০ রুশ সেনা হত্যার দাবি করেছে ইউক্রেইন।
মাকিভকা নগরীতে একটি ভবনকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেইনীয় বাহিনী। সেখানে রাশিয়ার সেনারা অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেইনের সেনাবাহিনীর হিসাবমতে, হামলায় অন্তত ৩০০ জন আহত এবং আনুমানিক ৪০০ জন নিহত হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তবে নিহতের এ সংখ্যা যাচাই করা যায়নি। অঞ্চলটির রাশিয়াপন্থি কর্তৃপক্ষ হতাহতের ঘটনা স্বীকার করেছে। তবে নিহতের সংখ্যা নিশ্চিত করে জানায়নি।
বিবিসি জানায়, ইউক্রেইনের রাজধানী কিইভে রোববার রাতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলাকালে বিমান হামলার আওয়াজ শোনা গেছে।
দোনেৎস্কের অধিকৃত অঞ্চলের এক ঊর্ধ্বতন রুশপন্থি কর্মকর্তা ড্যানিল বেজসোনোভ বলেছেন, নতুন বছরের মধ্যরাতের দু’মিনিট পর মাকিভকা নগরীতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ইউক্রেইনকে যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমেরিকান হিমার্স থেকে একটি প্রশিক্ষণ স্কুলে বড় ধরনের ধামাকা হয়েছে।”
“অনেকে হতাহত হয়েছে। তবে এর সঠিক সংখ্যা কত তা এখনও জানা নেই,” টেলিগ্রামে এক পোস্টে বলেন বেজসোনোভ।
বহু রুশ ভাষ্যকার এবং ব্লগার হামলা হওয়ার কথা স্বীকার করলেও সেনা নিহতের সংখ্যা কম বলে দাবি করেছে।
রুশ প্রেজেন্টার ভ্লাদিমির সোলোভায়ভ টেলিগ্রামে লিখেছেন, উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে নিহতের সংখ্যা ৪শ’র ধারেকাছেও নয়।