Loading...
The Financial Express

দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকলে হজে যাওয়ার সুযোগ মিলবে না

কোভিডের পাশাপাশি আরও দুই টিকা নিতে হবে হজযাত্রীদের


| Updated: February 22, 2023 14:11:45


দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকলে হজে যাওয়ার সুযোগ মিলবে না

এবছর হজে যেতে করোনাভাইরাসের প্রতিষেধকের পাশাপাশি মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে। এর সঙ্গে সৌদি আরবের কাছ থেকে আরও তিনটি শর্ত পাওয়ার কথা জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, যারা এর আগে হজ করেননি এবার তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আর বয়স হতে হবে সর্বনিম্ন ১২ বছর। তাছাড়া হজযাত্রীর দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকা যাবে না বলেও সৌদি আরব জানিয়ে দিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

২০২০ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা ঠিক করেছিল সৌদি আরব। কিন্তু মহামারী ছড়িয়ে পড়ায় সেবার বিদেশ থেকে কারও আর হজে যাওয়ার সুযোগ হয়নি। পরের বছরও একই পরিস্থিতি থাকে।

এরপর ২০২২ সালে কোভিড টিকার বুস্টার ডোজ গ্রহণকারী অনূর্ধ্ব ৬৫ বছর বয়সী মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পান।

এবার কোভিডের টিকার পাশাপাশি আরও দুটি টিকা দেওয়ার শর্ত জুড়েছে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের হজ ২৭ জুন অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

হজে যেতে গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম শেষ হবে আগামী বৃহস্পতিবার।

Share if you like

Filter By Topic