জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাটের কারণে মঙ্গলবার দুপুর দুইটার পর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৮ টার মধ্যে ঢাকা শহরের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
মঙ্গলবার বিকেলে ফেসবুকে এক পোস্টে তিনি আরো জানান, চট্টগ্রামের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে রাত ৯ টার মধ্যে।
সঞ্চালন লাইনে বিভ্রাট দূর করা একটি জটিল প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর প্রকৌশলী ও কর্মীরা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছেন।
তিনি জানান, আমিন বাজার গ্রিড পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
গুজব না ছড়িয়ে শহর অঞ্চলের বাসিন্দাদের একটু ধৈর্য ধরার অনুরোধ জানান এই প্রতিমন্ত্রী।