Loading...
The Financial Express

ঢাকা ও আশেপাশের অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত সচল হচ্ছে: নসরুল হামিদ

| Updated: October 04, 2022 21:24:53


নিয়ন্ত্রণকক্ষের এই ছবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ফেইসবুক থেকে নেওয়া নিয়ন্ত্রণকক্ষের এই ছবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ফেইসবুক থেকে নেওয়া

দেশের অর্ধেক এলাকায় বিদ্যুৎহীন দশা শুরুর চার ঘণ্টা পর টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ঢাকা ও আশেপাশের অঞ্চলে বিদ্যুৎ দ্রুত ‘রিস্টোরহচ্ছে জানিয়ে সন্ধ্যা ৭টার দিকে ফেইসবুক পোস্টে তিনি বলেছেন, “ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় (বিদ্যুৎ) সরবরাহ চালু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে জাতীয় সঞ্চালন লাইনে ত্রুটির কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের অর্ধেক অঞ্চলের বিদ্যুৎ চলে যায়।

বিকাল সাড়ে ৫টার দিকে বঙ্গভবনের বিদ্যুৎ লাইনের সঙ্গে যুক্ত মানিকনগর সঞ্চালন লাইনে বিদ্যুৎ পুনরায় চালু করা গেছে বলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির তরফে জানানো হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পিজিসিবির জনসংযোগ বিভাগের কর্মকর্তা এবিএম বদরুদ্দোজা সুমন বলেন, “টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম জোনের প্রায় পুরোটা ও সিলেট জোনের পুরোটায় বিদ্যুৎ চলে এসেছে। কুমিল্লা জোন ও ঢাকা জোনের কিছু অংশ বাকি আছে।

আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ চলে আসবে জানিয়ে তিনি বলেন, “বিদ্যুৎ মুহূর্তের মধ্যে চলে যেতে পারে। তবে এটি ফিরিয়ে আনা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেজন্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লেগে যেতে পারে।

ঢাকায় লোড বেশি হওয়ার কারণে সব লাইন সচল করতে কিছুটা দেরি হতে পারে জানিয়ে নসরুল হামিদ ফেইসবুকে লেখেন, “অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

 

Share if you like

Filter By Topic