Loading...
The Financial Express

ডেঙ্গুতে গত এক দিনে ৭ মৃত্যু

| Updated: November 08, 2022 16:56:47


এফই ফাইল ছবি এফই ফাইল ছবি

দেশে ডেঙ্গু রোগী বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুও বাড়ছে।

গত এক দিনে আরও ৭ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এবছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৭। এর মধ্যে নভেম্বরের প্রথম সাতদিনেই ৩৬ জন মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এইডিস মশাবাহিত এই রোগে আকা্রন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭৫ জন। এ নিয়ে নভেম্বরের প্রথম সাত দিনে হাসপাতালের ভর্তি হলেন ৫ হাজার ৯৫৮ জন। তাতে এ বছর এই পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা পৌঁছল ৪৩ হাজার ৯৮২ জনে।

দেশে ডেঙ্গু সবচেয়ে ভয়াবহ হয়ে উঠেছিল ২০১৯ সালে। সে বছর ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। মৃত্যু হয়েছিল ১৬৪ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের সংবাদ বুলেটিনে জানানো হয়েছে, গত একদিনে ভর্তি রোগীদের ৪৯৭ জন ঢাকায় এবং ৩৭৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ২৭০ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৯৮০ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৯০ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৯২ জন রোগী পাওয়া গেছে চট্টগ্রাম বিভাগে।

এছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৮৫, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ৬৩ জন, রাজশাহী বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে।

সারাদেশে এ পর্যন্ত যে ১৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের মধ্যে ১০৯ জনের মৃত্যু হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে, ঢাকা বিভাগের নরসিংদী জেলায় একজন, মানিকগঞ্জ জেলায় একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং বরিশাল বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে।

বর্ষাকাল এলেই ডেঙ্গু রোগের জীবাণুবাহী এইডিস মশার উৎপাত বাড়ে। এ সময় এই মশার দংশনে আক্রান্ত হয়ে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ে। তবে এ বছর এ রোগের প্রকোপ বেড়েছে সেপ্টেম্বর-অক্টোবরে।

এ বছর অক্টোবর মাসে সবচেয়ে বেশি ২১ হাজার ৯৩২ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া জানুয়ারি মাসে ১২৬ জন, ফেব্রুয়ারি মাসে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিল মাসে ২৩ জন, মে মাসে ১৬৩ জন, জুন মাসে ৭৩৭ জন, জুলাই মাসে ১ হাজার ৫৭১ জন, অগাস্ট মাসে ৩ হাজার ৫২১ জন এবং সেপ্টেম্বর মাসে ৯ হাজার ৯১১ জন রোগী ডেঙ্গু নিয়ে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বাধিক ৮৬ জনের মৃত্যু হয়েছে অক্টোবর মাসেই। এ ছাড়া জুন মাসে ১ জন, জুলাই মাসে ৯ জন, অগাস্ট মাসে ১১ জন এবং সেপ্টেম্বরে ৩৪ জনের মৃত্যু হয়েছে এইডিসবাহিত এই রোগে।

Share if you like

Filter By Topic