Loading...
The Financial Express

টিসিবির ট্রাকের সামনের মানুষ চিকিৎসা ব্যয় মেটাবে কী করে? প্রশ্ন ডা. দীন মোহাম্মদের

| Updated: October 26, 2022 17:12:16


ঢাকার নিউ মার্কেট এলাকায় মঙ্গলবার টিসিবির ট্রাক থেকে ৫৫ টাকা কেজিতে চিনি কিনছেন এক ব্যক্তি। ঢাকার নিউ মার্কেট এলাকায় মঙ্গলবার টিসিবির ট্রাক থেকে ৫৫ টাকা কেজিতে চিনি কিনছেন এক ব্যক্তি।

দেশে বেসরকারি চিকিৎসা পেতে যে মোটা অংকের টাকা গুনতে হয় তা মনে করিয়ে দিয়ে অর্থকষ্টে থাকা মানুষের চিকিৎসা নিশ্চিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ কাজী দীন মোহাম্মদ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেছেন, “মানুষ হাসপাতালে (বেসরকারি) ভর্তি হতে চায় না। আমার চেম্বারে রোগীদের ভর্তি হতে বললেই তারা অনাগ্রহ দেখান। আসলে এতো খরচ! আপনারা নিশ্চই দেখেছেন যে কারা এখন টিসিবির ট্রাকের সামনে লাইন দিচ্ছেন। এই লোকগুলো কিন্তু আগে কখনও এই অবস্থায় পড়েনি। তারা চিকিৎসা ব্যয় মেটাবেন কী করে? কাজেই আমাদের সরকারি সেক্টরটাকে আরও উন্নত করতে হবে। সরকারের পয়সার অভাব নেই, কিন্তু আমরা সেটা ব্যয় করতে পারি না।”

মঙ্গলবার দুপুরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠানটির পরিচালক কাজী দীন মোহাম্মদ বলেন, “সত্যিকার অর্থে বাংলাদেশে এখন চিকিৎসা সেবা অত্যন্ত ব্যয়বহুল। বেসরকারি কর্পোরেট হাসপাতালগুলোতে মারাত্মক খরচ। এই যে আমাদের এখানে আইসিইউতে রোগীরা বিনামূল্যে চিকিৎসা পায়।

“কিন্তু এই আইসিইউতে কর্পোরেট হাসপাতালে রাত পার হলেই ৫০ হাজার টাকা গুনতে হয় রোগীদের। তাহলে কেন মানুষ সরকারি হাসপাতালে আসবে না; যেখানে ১০ টাকার বিনিময়ে একজন অধ্যাপকের সাক্ষাৎ পাওয়া যাচ্ছে। এই অধ্যাপককে বাইরে দেখাতে গেলে তার পরীক্ষা, টেস্ট মিলিয়ে লাগবে ১০ হাজার টাকা। এখন বাংলাদেশের কয়টা পরিবার এরকম রোগী পালতে পারে? আগামীতে সরকারি হাসপাতালগুলোর সেবার চাহিদা আরও বাড়বে, মানুষের ভিড়ও বাড়বে।“

তবে সার্বিকভাবে সরকারি-বেসরকারি কোথাও যে সেই অর্থে সেবা মেলে না তা তুলে ধরেন স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন হাওলাদার। হাসপাতাল ও অ্যাম্বুলেন্স সেবা নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, “বিভিন্ন বেসরকারি অ্যাম্বুলেন্সে অক্সিজেনও নাকি থাকে না। কোন জায়গায় যাবেন? প্রত্যেকেই ব্যবসা করে, কেউ সার্ভিস দিতে চায় না; সরকারি বলেন, বেসরকারি বলেন।…বেসরকারি হাসপাতাগুলোর এখন আরও খারাপ অবস্থা।”

রোগীদের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রসঙ্গ টেনে নিউরো সায়েন্সেস হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলম বলেন, “আপনারা (সরকার) ডাক্তারদের বিদেশে যাওয়া বন্ধ করেছেন, পারলে রোগীদের বিদেশে যাওয়া বন্ধ করেন। প্রতি বছর হাজার কোটি ডলার বিদেশে চলে যাচ্ছে এই খাতে। আমরা চেষ্টা করছি যদি রোগীদের আস্থা ফিরিয়ে দূতাবাসের সামনে তাদের লাইনটা একটু কমানো যায়।”

হাসপাতালটিতে স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি এট্রফি (এসএমএ) নামের বিরল স্নায়ুরোগে আক্রান্ত এক শিশুকে ২২ কোটি টাকা মূল্যের ‘জিন থেরাপি’ প্রয়োগ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী কোম্পানি নোভার্টিস বিনামূল্যে দেশের দরিদ্র একটি শিশুর জন্য ওই ডোজটি সরবরাহ করেছে।

Share if you like

Filter By Topic