চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে আগের বছরের একই সময়ের চেয়ে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৫৭ শতাংশ। এ নিয়ে টানা পাঁচ মাস ধরে মূল্যস্ফীতি কমার তথ্য দিয়েছে বিবিএস।
ডিসেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে এ হার ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। আর গত অগাস্টে এক দশকের মধ্যে মূল্যস্ফীতির পারদ চড়ে সর্বোচ্চ ৯ দশমিক ৮৪ শতাংশ হয়েছিল। ওই মাসের পর থেকে মূল্যস্ফীতির হার কমতে দেখা যায়।
সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অনলাইনে মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
জানুয়ারি মাসের মূল্যস্ফীতির এ প্রতিবেদনে দেখা যায়, গত মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য উপখাতে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৭৬ শতাংশ। আর খাদ্য বহির্ভূত উপখাতে এ হার ছিল ৯ দশমিক ৮৪ শতাংশ।
মূল্যস্ফীতি কমে আসার এ প্রবণতার মধ্যেও পয়েন্ট টু পয়েন্ট (গত বছরের একই মাসের তুলনায়) ভিত্তিতে মূল্যস্ফীতির এ হার অনেকটাই বেশি। ২০২২ সালের জানুয়ারিতে দেশে সাধারণ মূল্যস্ফীতি হয়েছিল ৫ দশমিক ৮৬ শতাংশ।
অর্থাৎ, ২০২২ সালের জানুয়ারিতে মানুষ যে পণ্য বা সেবা ১০০ টাকায় পেয়েছিলেন, সেই একই পণ্য বা সেবার জন্য এ বছরের জানুয়ারিতে তার খরচ হয়েছে ১০৮ টাকা ৫৭ পয়সা।
জানুয়ারির হিসাব অনুযায়ী, ওই মাসে শহরের চেয়ে গ্রামাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি বেশি ছিল। গ্রামীণ এলাকার সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৭ শতাংশ। এসময়ে খাদ্য উপখাতে ৭ দশমিক ৯২ শতাংশ এবং খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ১২ শতাংশ।
আর জানুয়ারিতে শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। খাদ্য উপখাতে ৭ দশমিক ৪১ শতাংশ এবং খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ৪৮ শতাংশ।