জামায়াত অনুমতি না নিয়েই মিছিল বের করে: ডিএমপি কমিশনার


এফই অনলাইন ডেস্ক | Published: December 31, 2022 13:07:47 | Updated: January 01, 2023 09:14:15


জামায়াত অনুমতি না নিয়েই মিছিল বের করে: ডিএমপি কমিশনার

রাজধানীতে জামায়াতে ইসলামীর গণমিছিলে বাধা দেওয়ার জন্য দলটির অনুমতি না নেওয়াকে কারণ দেখিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের কাছ থেকে তারা কোনো অনুমতি নেয়নি, আবেদনও করেনি।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির কর্মসূচির সঙ্গে মিল রেখে শুক্রবার ঢাকায় জামায়াত মিছিল বের করতে গেলে পুলিশের বাধা পায়। তখন দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে, তাতে বেশ কয়েকজন আহত হন।

ডিএমপি কমিশনার বলেন, “আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি, বায়তুল মোকাররম মসজিদে জুম্মার পর এবং আবুল হোটেলের ওখানে তারা (জামায়াত) সমবেত হবে।

“সেসব জায়গায় আহমদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল। তারা সেসব জায়গায় না করে মৌচাকের ওদিকে করেছে। আমাদের পুলিশ সদস্যরা জানতে পেরে সেখানে গিয়ে তাদের অবৈধ কর্মকাণ্ডে বাধা দেয়।”

সংঘর্ষের জন্য জামায়াতকে দায়ী করে তিনি বলেন, “তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। তাদের হামলায় ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছে।”

Share if you like