চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় পুলিশ ও প্রশাসনের অভিযানের সময় হামলার তিন দিন পর ঢাকাগামী একটি বাস থেকে ৬৩ জনকে আটক করেছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
শনিবার রাত দেড়টার দিকে সীতাকুণ্ড বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তারা সবাই জঙ্গল সলিমপুরের বাসিন্দা।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা জঙ্গল সলিমপুর থেকে দুটি বাসে করে ঢাকায় যাচ্ছিল বলে আমরা জেনেছি। সেখানে ওই দিনের হামলার ঘটনার কোনো আসামি আছে কি না যাচাই করতে তাদের আটক করা হয়েছে।”
পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে সলিমপুরের বায়েজিদ লিংক রোডের দুপাশের ফুটপাত, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউসন কোম্পানির পাইপ লাইনের উপর নির্মিত ঝুঁকিপূর্ণ স্থাপনা এবং ফুটপাত ও পাইপলাইন সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে যায় জেলা প্রশাসন।
ওই অভিযানে সড়কের দুপাশের ফুটপাত ও ফুটপাত ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। সে সময় প্রশাসনের কর্মকর্তাদের পুলিশ সদস্যরাও ছিলেন।
দুপুরে প্রশাসনের কর্মকর্তারা সলিমপুরের পাহাড়ের শেষের অংশে থাকা আলী নগরের দিকে অগ্রসর হলে প্রবেশ পথের দুপাশের পাহাড়ে অবস্থান নিয়ে থাকা স্থানীয়রা তাদের ওপর ঢিল ছুড়তে শুরু করে। পরে পুলিশ রাবার বুলেট ছুড়লে শুরু হয় সংঘর্ষ।
ওই ঘটনায় চার পুলিশ, একজন আনসার সদস্য এবং জেলা প্রশাসনের চারজন কর্মচারী আহত হন। এছাড়া রাবার বুলেটে আহত স্থানীয় এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের ঘটনায় পরে সীতাকুণ্ড থানায় মামলা করে পুলিশ।