চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও ২২ জন।
নানচাং কাউন্টি পাবলিক সিকিউরিটি ব্যুরোর ট্রাফিক ম্যানেজমেন্ট ব্রিগেডের বরাত দিযে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে নানচাং কাউন্টির ইউলান শহরকে সংযোগকারী মহাসড়কে বড় ধরনের ওই দুর্ঘটনা ঘটে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সেখান ঠিক কী ঘটেছে তার বিস্তারিত না জানিয়ে সিসিটিভি বলেছে, "দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।"
নিউ স্ট্রেইটস টাইমস জানায়, ওই দুর্ঘটনার খবর আসার ঘণ্টাখানেক পর নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ এক বার্তায় জানায়, ঘন কুয়াশার কারণে ওই এলাকায় দৃষ্টিসীমা কমে এসেছে। সে কারণে চালকদের ধীর গতিতে, সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়।
কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় গত মাসেও চীনের মধ্যাঞ্চলে মহাসড়কে বড় ধরনের এক দুর্ঘটনায় পড়ে শতাধিক যানবাহন। তাতে অন্তত একজন নিহত হন। গত সেপ্টেম্বরে গুইঝো প্রদেশে একটি বাস সড়কে উল্টে গেলে ২৭ জন যাত্রীর প্রাণ যায়।