‘জিরো-কোভিড’ নীতি থেকে সরে যাওয়ার পর চীনে করোনা ভাইরাস সংক্রমণ যে দ্রুতগতিতে বেড়েছে তার বিভিন্ন প্রমাণ এখন পাওয়া যাচ্ছে।
গত ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চীনের হাসপাতালগুলোতে কোভিড-১৯ সংক্রমণজনিত জটিলতায় ৫৯ হাজার ৯৩৮ জনের মৃত্যু হয়েছে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তাদের মধ্যে পাঁচ হাজার ৫০৩ জন কোভিডের কারণে ফুসফুসে মারাত্মক সংক্রমণ নিয়ে এবং বাকি ৫৪ হাজার ৪৩৫ জন কোভিডের সঙ্গে অন্যান্য শারীরিক জটিলতার কারণে মারা গেছেন বলে জানান ওই কর্মকর্তারা।
এর আগে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছিল, ১১ জানুয়ারি পর্যন্ত দেশটিতে প্রায় ৯০ কোটি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। সংখ্যায় যা দেশটির মোট জনসংখ্যার ৬৪ শতাংশ।
চীনা নববর্ষ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী সরকারি ছুটির সময় দেশটির গ্রামাঞ্চলে করোনাভাইরাস সংক্রমণ আরও বেড়ে যাবে বলে সতর্ক করেছেন চীনের একজন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ।