Loading...
The Financial Express

চীনে অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু


চীনে অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু

চীনের পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল শিনজিয়াংয়ে একটি অ্যাপার্টমেন্ট ভবনে লাগা আগুনে ১০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবারের এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে ।

এদিন স্থানীয় সময় রাত ৭টা ৪৯ মিনিটের দিকে আঞ্চলিক রাজধানী উরুমশির একটি সুউচ্চ ভবনের ১৫ তলায় আগুন লাগে। বৈদ্যুতিক মাল্টিপ্লাগ থেকে সূত্রপাত হওয়া আগুন অল্প সময়ের মধ্যেই উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। তবে ভবনটির অধিকাংশ বাসিন্দাই নিচে নেমে যেতে সক্ষম হন।

আহতদের শ্বাসনালি ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হলেও তাদের অবস্থা স্থিতিশীল আছে বলে সিসিটিভি জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের বিশাল এই শিনজিয়াং অঞ্চলজুড়েও কঠোর কোভিড-১৯ বিধিনিষেধ আরোপ করা আছে।

এই অ্যাপার্টমেন্ট ভবন কম্পাউন্ডটি ‘কম ঝুঁকিপূর্ণ’ তালিকায় আছে বলে জানিয়েছে সিসিটিভি।  এর অর্থ হচ্ছে এখানে কোনো কোভিড রোগী নেই।

এ নিয়ে গত কয়েকদিনের মধ্যে চীনে দ্বিতীয় প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর আগে সোমবার দেশটির হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি কারখানায় আগুন লেগে ৩৮ জনের মৃত্যু হয়।

Share if you like

Filter By Topic