Loading...

চীনা বেলুন নামানো নিয়ে ক্ষমা চাইবেন না বাইডেন

| Updated: February 17, 2023 20:21:51


চীনা বেলুন নামানো নিয়ে ক্ষমা চাইবেন না বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে কথিত চীনা নজরদারি বেলুনকে গুলি করে নামানোর ঘটনায় ক্ষমা চাইবেন না তিনি।

ওই বেলুনটি নজরদারিতে ব্যবহৃত হয়েছিল, কিন্তু উত্তর আমেরিকার আকাশ থেকে পরে যে আরও তিনটি বস্তুকে গুলি করে নামানো হয়েছে, সেগুলোর বিদেশি কোনো গোয়েন্দা যান হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্র এখন এই ধরনের উড়ন্ত বস্তু শনাক্তের পদ্ধতিকে আধুনিক করবে; চলতি মাসের বেলুনকাণ্ড নিয়ে শিগগিরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বলেও জানান মার্কিন এই প্রেসিডেন্ট।

“আশা করছি, এর (বেলুন) শেষ দেখতে পাবো আমরা। কিন্তু বেলুন নামানোর জন্য আমি ক্ষমা চাইবো না,” বৃহস্পতিবার হোয়াইট হাউসে বাইডেন এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

বেলুনটি নজরদারির কাছে ব্যবহৃত হচ্ছিল, যুক্তরাষ্ট্রের এ দাবি প্রত্যাখ্যান করেছে চীন। তাদের ভাষ্য, বেলুনটি ছিল একটি মামুলি আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্র; আবহাওয়া সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে গিয়েই এটি পথভ্রষ্ট হয়ে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ঢুকে পড়ে।

Share if you like

Filter By Topic