Loading...
The Financial Express

চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে সেতুমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

| Updated: January 12, 2023 16:40:27


চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে সেতুমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল।

আজ সকালে রাজধানীর সেতু ভবনে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার চেন ঝাউ-এর নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। খবর  বাসস এর।

বৈঠকে ওবায়দুল কাদের বাংলাদেশে পদ্মা সেতু, বঙ্গবন্ধু কর্ণফুলী ট্যানেল, বাস রাপিড ট্রানজিট (বিআরটি) নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে চীনের অবদানের কথা তুলে ধরেন।

পার্টি টু পার্টি ও দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এ সময় তৃতীয় বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানান চীনের প্রতিনিধি দল।

Share if you like

Filter By Topic