চিকিৎসায় নোবেল পেলেন মানব বিবর্তনের অজানা জ্ঞানে আলো ফেলা সুইডিশ বিজ্ঞানী


FE Team | Published: October 03, 2022 16:18:59 | Updated: October 04, 2022 14:27:53


চিকিৎসায় নোবেল পেলেন মানব বিবর্তনের অজানা জ্ঞানে আলো ফেলা সুইডিশ বিজ্ঞানী

বিলুপ্ত হোমিনিনির জিন নিয়ে গবেষণার মধ্য দিয়ে মানব বিবর্তনের অজানা জ্ঞানে আলো ফেলা সুইডিশ বিজ্ঞানী স্ভান্তে প্যাবো পেলেন এবারের চিকিৎসায় নোবেল পুরস্কার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এক প্রতিবেদনে জানায়, সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট সোমবার এবারের বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। পুরস্কারের অর্থমূল্য বাবদ স্ভান্তে প্যাবো পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার।

গতবছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের গবেষক ডেভিড জুলিয়াস ও অডার্ম প্যাটাপুটেন। সূর্যের ঊষ্ণতা কিংবা প্রিয়জনের স্পর্শ মানবদেহ কীভাবে অনুভব করে, তার গবেষণায় এই গবেষকরা আবিষ্কার করেছেন তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর।

চিকিৎসায় নোবেলের মধ্য দিয়ে এবারের নোবেল পুরস্কার ঘোষণার পর্ব শুরু হল। মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সবশেষ ১০ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে পুরস্কার বিজয়ীর নাম।

Share if you like