চট্টগ্রামে নির্মাণাধীন ২১ তলা ভবনে অগ্নিকাণ্ড


এফই অনলাইন ডেস্ক   | Published: November 20, 2022 18:25:39 | Updated: November 21, 2022 17:00:31


চট্টগ্রামে নির্মাণাধীন ২১ তলা ভবনে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে নির্মাণাধীন একটি বহুতল ভবনে আগুন লেগেছে।  

রোববার বেলা পৌনে ৩টার দিকে বাংলাদেশ মহিলা সমিতি স্কুল ও কলেজ সংলগ্ন নির্মাণাধীন ২১ তলা ভবনটির নবম তলায় আগুন লাগে। 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক ঘটেনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেরিডিয়ান গ্রুপের মালিকানাধীন ২১ তলা ভবনের নয় তলায় আগুন লাগে। সংবাদ শোনার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।” 

মালেক জানান, নির্মানাধীন ভবনটির নয়তলায় রাখা কিছু নির্মাণ সামগ্রী ও পরিত্যক্ত জিনিসপত্রে আগুন লাগে। তবে কী থেকে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।  

আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে জানিয়ে তিনি বিকাল সাড়ে ৪টার দিকে বলেন, এখন ডাম্পিংয়ের কাজ চলছে।   

আগুন লাগার পরপরই ওই নির্মাণাধীন ভবন সংলগ্ন মূল সড়কে যানজট লেগে যায়। 

Share if you like