Loading...

চট্টগ্রামে দুর্ঘটনায় শিক্ষা সফরের বাস, আহত ৩০

| Updated: February 04, 2023 17:46:03


চট্টগ্রামে দুর্ঘটনায় শিক্ষা সফরের বাস, আহত ৩০

নেত্রকোণার একটি কলেজের শিক্ষা সফরের বাসের সাথে কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন চট্টগ্রামে।

শুক্রবার ভোরে লোহাগাড়া উপজেলার চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই নেত্রকোণা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী।

দোহাজারি হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নেত্রকোণা থেকে কক্সবাজারে যাচ্ছিলেন ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান উদ্ধারকর্মীরা।

ওই বাসের যাত্রী, নেত্রকোণা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম রাজু জানান, বিভাগ থেকে শিক্ষা সফরে সেন্টমার্টিনে যাচ্ছিলেন তারা। নেত্রকোণা থেকে ভাড়া করা ওই বাস নিয়ে তারা রওনা হন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ভোর ৬টার দিকে লোহাগাড়ায় এস বাসটি দুর্ঘটনায় পড়ে জানিয়ে তিনি বলেন, “বাসটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন চালক। একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।”

দুর্ঘটনায় বাসে থাকা দুই শিক্ষক বেশি আহত হয়েছেন বলে জানান রাজু।

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এনায়েত উল্লাহ জানান, শিক্ষক-শিক্ষার্থীসহ তারা মোট ৫৭ জন ছিলেন বাসে। যাদের মধ্যে পাঁচ জন শিক্ষক ও তিন জন ছাত্রী।

বাসের সামনের দিকে আসনের সবাই কম বেশি আহত হয়েছেন। ওই সময় বেশির ভাগ শিক্ষার্থী ঘুমিয়ে ছিলেন।

এনায়েত বলেন, “আমি পেছনের আসনে ছিলাম। দুর্ঘটনার একটু আগে আমার ঘুম ভেঙেছিল। আমাদের বাসটি দ্রুতগতিতে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।”

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে অটো রিকশা, মোটর সাইকেলসহ বিভিন্ন বাহনে করে আহতদের হাসপাতালে নিয়ে যায়। যাদের অবস্থা একটু বেশি খারাপ, তাদের অ্যাম্বুলেন্স ও বাসে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে বেলা ১টার দিকে লোহাগাড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তারা নেত্রকোণা ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন বলে শিক্ষার্থীরা জানান।

Share if you like

Filter By Topic