চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ৩৮২ কন্টেইনার পণ্য ধ্বংসের প্রক্রিয়া চূড়ান্ত করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রোববার থেকে পর্যায়ক্রমে এসব কন্টেইনারের পণ্য নগরীর হালিশহর আনন্দবাজার এলাকায় অবস্থিত ডাম্পিং স্টেশনে ধ্বংস করা হবে বলে জানান চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. মাহফুজ আলম।
তিনি জানান, পণ্য মেয়াদোত্তীর্ণ হওয়া, আমদানিকারকরা খালাস না নেওয়া এবং নিলামে বিক্রি না হওয়া কন্টেইনারভর্তি এসব পণ্য দীর্ঘদিন বন্দরে পড়ে ছিল।
এসব কন্টেইনারে আমদানি করা আদা, আপেল পেঁয়াজ, কমলা আঙুর, হিমায়িত মাছ, মহিষের মাংস, ড্রাগন ফল, মাছের খাদ্য, লবণ, কফি, সানফ্লাওয়ার অয়েল, রসুনসহ পচনশীল দ্রব্য ছিল বলে জানান তিনি।
প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০টির মতো কন্টেইনার ভর্তি পণ্য ধ্বংস করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের আদেশে গঠিত কমিটি গত ২৯ অগাস্ট সভা করে বন্দরে পড়ে থাকা ৩৮২ কন্টেইনার পচনশীল পণ্য ধ্বংস করার সিদ্ধান্ত নেয়।
কাস্টমস কর্তৃপক্ষ ছাড়াও চট্টগ্রাম বন্দর, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও সিটি করপোরেশনের প্রতিনিধি রয়েছেন এ কমিটিতে।