Loading...
The Financial Express

চট্টগ্রাম জেলা পরিষদ: দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন ক্ষমতাসীনরা

| Updated: October 16, 2022 18:41:19


চট্টগ্রাম জেলা পরিষদ: দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন ক্ষমতাসীনরা

মডেল জেলা পরিষদ গড়তে আওয়ামী লীগ সমর্থিত চট্টগ্রামের চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ৪৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২২ জন অংশ নিচ্ছেন।

১৫ উপজেলার ১৫ ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন দুই হাজার ৭৩০জন।

আ জ ম নাছির বলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পেয়ারুল ইসলাম ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি সংসদীয় আসন থেকে মহাজোটের প্রাথী ছিলেন। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হলে যোগ্যতা এবং দক্ষতার পরিচয় দিতে সক্ষম হবেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের সবচেয়ে প্রাচীন জেলা পরিষদ চট্টগ্রাম দেশের অনেক জেলা পরিষদ থেকে ১৫ গুণেরও বেশি বড়। এটির সামগ্রিক উন্নয়নে পরিকল্পিতভাবে প্রকল্প গ্রহণ করে সর্বোচ্চ বাজেট বরাদ্দ নিশ্চিত করা হবে ।

চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে এতে বলা হয়, পাহাড়, নদী আর সাগর বেষ্টিত এই চট্টগ্রামকে প্রকৃতিই প্রাচ্যের রাণী হিসেবে গড়ে তুলেছে। হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ জেলার প্রতিটি এলাকায় সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ‘গ্রাম হবে শহর’ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

পেয়ারুল ইসলামকে আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতা উল্লেখ করে জেলা পরিষদেও তাকে চেয়ারম্যান পদে জয়ী করার আহ্বান জানান মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

চেয়ারম্যান প্রার্থী পেয়ারুল বলেন, “দলীয়নেত্রী জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়ে যে আস্থা রেখেছেন, তার প্রতিদান প্রতি মুহূর্তে দেব। চেয়ারম্যান নির্বাচিত হলে চট্টগ্রাম জেলা পরিষদকে মডেল জেলা পরিষদে পরিণত করব।”

সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য মজাহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন, চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সেকান্দর চৌধুরী উপস্থিত ছিলেন।

Share if you like

Filter By Topic