ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট


এফই অনলাইন ডেস্ক | Published: December 29, 2022 13:33:29


ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

টাঙ্গাইলে ঘনকুয়াশার কারণে ও দুই ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি।

বৃহস্পতিবার ভোররাত থেকে সেতুর পূর্ব টোলপ্লাজা থেকে টাঙ্গাইল বাইপাস এলাকা পর্যন্ত মহাসড়কে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহিদ হাসান জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ঘন কুয়াশায় সেতুর উপর দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত পূর্ব ও পশ্চিম টোলপ্লাজার সব বুথ বন্ধ রাখা হয়।

পরে মহাসড়কে গাড়ির দীর্ঘসারি ও যানজট সৃষ্টি হওয়ায় উভয় পাড়ে ১৪টি টোলবুথের মধ্যে সেতুপূর্ব পাড়ে দুইটি ও পশ্চিমের দুইটি টোলবুথ খোলা রাখা হয়।

এতে সেতুর দুই পাড়ে গাড়ির চাপ আরও বাড়তে থাকায় ভোর থেকে ধীরে ধীরে  সবগুলি টোলবুথ চালু করা হয়। কিন্তু এর মধ্যেই যানবাহনের সারি দীর্ঘ হয়ে যায়।

এই যানজটের কবলে পড়ে বেশি বিপাকে পড়েছেন কাচামাল বহনকারী ট্রাক চালকরা।

চালকরা জানান, দীর্ঘ সময় গাড়ি বন্ধ থাকায় চালকরাও ঘুমিয়ে পড়েন। অনেকেই এলোমেলোভাবে গাড়ি রেখে সড়ক আটকে রাখেন। এছাড়া সকালের দিকে মহাসড়কে গাড়ির চাপ অনেক বেড়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশের জাহিদ জানান, কয়েকদিন ধরেই ঘনকুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় সকালের দিকে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।

যানজটের কারণে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনগুলো বঙ্গবন্ধুসেতু পূর্ব গোলচত্ত্বর থেকে ভূঞাপুর দিয়ে আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঘুরে যাচ্ছে।

মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান। 

Share if you like